অবশেষে উদ্ধার হল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় ব্যবহৃত স্কুটারটি। সোমবারই ওই স্কুটারের মালিকের খোঁজ পেয়েছিল পুলিশ। মঙ্গ✨লবার বন্ডেল রোডের একটি পরিত্যক্ত জায়গা থেকে স্কুটারটি উদ্ধার করেন লালবাজারের আধিকারিকরা। পুলিশের দাবি, খুনের সাত দিন আগে স্কুটারটি কিনেছিল𝓀 ইকবাল।
আরও পড়ুন - মাইনে হয়নি পুরকর♏্মীদের, চুঁচুড়া শহর ঢাকল অন্ধকারে, জ্বলল না পথবাতি
পড়তে থাকুন - যৌনাঙ্গে বাইকের চাবি, চরম নির্যাতন,টিউশন যাওয়ার পথে আলিপুরদুয়ারে সর্বনাশ 𝐆কিশোরীর
গত শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কসবায় জনবহুল এলাকায় রাস্তার পাশে বসে থাকার সময় কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা হয়। স্কুটারে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে এক দুষ্কৃতী। কিন্তু কোনও কারণে গুলি চলেনি। এর পরই ওই যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। ঘটনায় আফরোজ ওরফে ইকবাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু যে স্কুটারে করে দুষ্কৃতীরা এসেছিল সেটির খোঁজ পাওয়া যাচ্ছিল না꧂। কারণ গুলি চলছে না দেখে অন্য দুষ্কৃতী স্কুটার চালিয়ে পালিয়ে যায়। রয়ে যায় একজন।
আরও পড়ুন - বউ চলে গিয়েছে, সমস্যা আরও অনেক𓂃, মমত🅰ার সঙ্গে দেখা করতে নবান্নে হাজির সমিরুল!