কলকাতার মেটিয়াবুরুজে একটি নর্দমার জলের নমুনা পাওয়া গেল পোলিয়োর জীবাণু। এমনই জানানো হয়েছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে। যদিও আট বছর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) থেকে পোඣলিয়োমুক্ত দেশের স্বীকৃতি পেয়েছিল ভারত। শেষবার ২০১১ সালে ভারতে পোলিয়া জীবাণুর হদিশ মিলেছিল।
ওই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, গত মাসের শেষের দিকে কলকাতার ১৫ নম্বর বরোয় নর্দমার জলে পোলিয়োর জীবাণু (ভিডিপিভি, টাইপ-১) মিলেছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগীও স্বীকার করে নিয়েছেন যে পোলিয়ার জীবাণু মিলেছে। সেজন্য ইতিমধ্যে ওই এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। অন্য কারও শরীরে পোলিয়োর জীবাণু ছড়িয়ে পড়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানা𓂃নো হয়েছে।
কিন্তু ২০১৪ সালে পোলিয়োমুক্ত দেশের স্বীক💞ৃতি পাওয়ার পর কীভাবে জীবাণুর হদিশ পাওয়া গেল? বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ফের পোলিয়োর জীবাণু পাওয়া যাওয়ার একাধিক কারণ থাকতে পারে। তাঁদের বক্তব্য, কোনও পোলিয়ো আক্রান্তের মল বা লাইভ পোলিয়োর টিকা নেওয়া কোনও শিশুর মল থেকে সেই জীবাণু আসতে পারে। খোলা জায়গায় মলত্যাগ করায় তা নর্দমার জলে মিশে যায়। সেক্ষেত্রে নর্দমার জলে পোলিয়োর জীবাণু পাওয়া যায়।
যদিও এক্ষেত্রে 'ভ্যাকসিন ডিরাইভড ভাইরাস' পাওয়া গিয়েছে বলে সূত্রের খ💫বর।সূত্রের 🌜খবর, যে জীবাণু পাওয়া গিয়েছে, তা আদতে টিকায় ছিল। তা থেকেই 'ভ্যাকসিন ডিরাইভড ভাইরাস' পাওয়া গিয়েছে। তা থেকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।