মঙ্গলবার বাসের রেষারেষির জেরে সল্টলেকের দু'নম্বর গেটে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক খুদে পড়ুয়ার।𝔉 তারপরেও শহরে ঘটে গিয়েছে বেশ কয়েকটি দুর্ঘটনা। এই অবস্থায় বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা রুখতে তৎপর হয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে বাস চালকদের কমিশন প্রথা তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকার। পাশাপাশি বেপরোয়া গাড়ি চালানোর ফলে মৃত্যু হলে খুনের মামলা রুজু করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। তার বিরোধিতা করলেন বেসরকারি বাস মালিকরা। তাদের বক্তব্য, এসব করে রেষারেষি নিয়ন্ত্রণ করা যাবে 🦩না। আগে বিকল্প ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: চালক ছাড়াই ডিপো থেকে চলতে শুরু ক🌳রল সরকারি বাস, পরপর তিনটি বাইকে ধাক্কা, তারপর…
বাস মালিকদের দাবি, রাজ্য সরকারের বাসেও কমিশন প্রথা রয়েছে। কমিশনের মাধ্যমেই বেতন হয় চালকদের। আগে সেটা বন্ধ করতে হবে বিকল্প কোনও ব্যবস্থা না করে এভাবে কমিশন প্রথা বন্ধ করা কোনওভাবেই সম্ভব নয়। এ প্রসঙ্গে বাস মালিকদের একটি সংগঠনের বক্তব্য, রাজ্য সরকারের বাস চালকদেরও কমিশন প্রথাতেই মাইনে হয় সেটাও বন্ধ করতে হবে। রাজ্য সরকার কমিশন বন্ধ করার কথা বলছে, কিন্তু⭕ বিকল্প ব্যবস্থার কথা বলছে না। এর কোনও মানে হয় না। এভাবে নিয়ন্ত্রণ করা যায় না। অন্যদিকে, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে খুনের মামলা রুজু করার সিদ্ধান্তেরও বিরোধিতা করেছেন বাস মালিকরা। এপ্রসঙ্গে আরেকটি বাস সংগঠনের বক্তব্য, এরকমভাবে দুর্ঘটনাকে খুনের মামলা হিসেবে রুজু করলে সে ক্ষেত্রে কোনও চালকই পাওয়া যাবে না। পরিবহণ শিল্প একেবারে ভেঙে পড়বে। শুধু বেসরকারি নয়, সরকার বাসের ক্ষেত্রেও কোনও চালক পাওয়া যাবে না। ফলে সরকারি বাসও চালকের অভাবে বন্ধ হযꦛ়ে যাবে।
সল্টলেকের দুর্ঘটনার পরেই বিভিন্ন বাস এবং ক্যাব সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেখানে তিনি কম🎶িশন প্রথা তুলে দেওয়ার পাশাপাশি বেপরোয়াভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে খুনের মামলার রুজ🦋ু হওয়ার কথা উল্লেখ করেন। তারপরেই রাজ্য সরকারের এই প্রস্তাবের বিরোধিতা করে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি।
প্রসঙ্গত, বর্তমানে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার রুটের বাসগুলিতে কমিশন প্রথা চালু রয়েছে। সেক্ষেত্রে সারাদি𒁃ন বাসের যে টিকিট বিক্রি হবে তার ১২ শতাংশ পাবেন চালক এবং ৬ শতাংশ পাবেন কন্ডাক্টর ও হেল্পার। অনেকের মতে, বেশি কমিশনের লোভে বেশি সংখ্যক যাত্রী তোলার চেষ্টা করেন চারকরা। আর সেই যাত্রী তুলতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা ও মৃত্যু।