কলকাতার অন্যতম ব্যস্ততম সিরিটি শ্মশানের সৌন্দর্যা🤡য়ন করতে চলেছে কলকাতা পুরসভা। এর জন্য ৯ কোটি টাকা ধার্য করা হয়েছে। অর্থ দফতরের অনুমতি মিললেই কাজ শুরু হয়ে যাবে। কলকাতা পুরসভার অধীনে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে। এই শ্মশানের সৌন্দর্যায়ন নিয়ে যে পরিকল🥀্পনা রয়েছে তাতে নতুন চুল্লির পাশাপাশি পুরনো চুল্লির সংস্কার করা হবে। এর পাশাপাশি আরও বিভিন্নভাবে ঢেলে সাজানো হবে এই শ্মশানকে।
সিরিটি শ্মশানকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালে পরিচালক ঋতুপর্ণ ঘোষের শেষকৃত্য এই শ্মশানে সম্পন্ন হয়। সেই সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শ্মশানের অবস্থা দেখে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন। তারপরেই শ্মশানকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমনও্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার প্রায় ৯ বছর কেটে গিয়েছে। এখনও সেই শ্মশান সংস্কার হয়নি। তবে কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৯ কোটি টাকা খরচ করে এই শ্মশানের আমূল সংস্কার করা হবে। বর্তমানে দুটি চুল্লি রয়েছে এই শ্মশানে। যার মধ্যে রয়েছ🙈ে একটি পুরনো কাঠের চুল্লি রয়েছে। সেটিরও সংস্কার করা হবে। পাশাপাশি আরও দুটি ইলেকট্রিক চুল্লি বসানো হবে অর্থাৎ সব মিলিয়ে এই শ্মশানে চুল্লির সংখ্যা বেড়ে হবে চারটি।