খাতা না দেখেই নম্বর দেওয♋়ার অভিযোগকে ঘিরে বিক্ষোভ চালাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তবে অভিযোগ উঠেছে, বিক্ষোভের সময় পড়ুয়াদের একাংশ অধ্যাপক উপাচার্য সহ এক অবসরপ্রাপ্ত এক বিচারপতির সঙ্গে দুর্ব্যবহার করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডিতে ভর্তিতে অনিয়মের অভিযোগে একটি তদন্ত কমিটির সভাপতি ছিলেন ওই বিচারপতি। ছাত্রদের দুর্ব্যবহারꦐের অভিযোগে আগেই তদন্ত কমিটি থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অবসরপ্রাপ্ত ওই বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়। অবশেষে সেই কমিটি থেকে সরে গেলেন তিনি। জানা গিয়েছে, তিনি অন্তর্বতী উপাচার্য ভাস্কর গুপ্তের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন: খাতা না দেখে ♋নম্বর যাౠদবপুরে, শিক্ষককে সাসপেন্ডের দাবির মধ্য়েই ছাত্র সংঘর্ষ
যদিও পদত্যাগ না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিচারপতির কাছে অনুরোধ করেছিলেন। তবে তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন তিনি। উপাচার্যকে লেখা চিঠিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ছাত্রদের একাংশের দ্বারা ক্๊রমাগত হয়রানির কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, এরফলে তিনি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। তিনি উল্লেখ করেছেন যে তিনি বাধ্যতামূলক পরিস্থিতিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
টাইমস অফ ইন্ডিয়াকে, প্রণববাবু জ💞ানান, বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ২০২৩-২৫ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডিতে ভর্তির অনিয়মের তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছিল। এটি ছিল সম্মানজনক পরিষেবা। তবে এটা দুর্ভাগ্যজনক যে কিছু ছাত্র আলোচনার সময় দফতরে প্রবেশ করে অবিলম্বে তদন্ত বন্ধ করার দাবিতে দুর্ব্যবহার করেছিলেন। কয়েকজন শিক্ষক, একজন প্রাক্তন উপাচার্য তারাও উপস্থিত ছিলেন। কিন্তু, তারা অবসরপ্রাপ্ত বিচারপতির হয়ে প্রতিবাদ জানাননি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁর অভিযোগ, একজন অতিথির সঙ্গে সেখানে খারাপ ব্যবহার করা হয়েছে।