আরজি কর খুন এবং ধর্ষণ মামলায় শীঘ্রই চার্জশিট পেশ করা হতে পারে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তবে তার আগে এবার অন্য এক পুলিশ আধিকারিককে তলব করল সিবিআই। রিপোর্ট অনুযায়ী, সোদপুরের ঘোলা থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে তলব করা হয়েছে আরজি কর মামলার তদন্তের স্বার্থে। আরজি কর কাণ্ডের সময় তিনি ঘোলা থানার দায়িত্বে ছিলেন। তবে এখন তাঁকে বদলি করে হুগলিতে পাঠানো হয়েছে। ৯ অগস্টের সেই রাতে নির্যাতিতার দেহ বাড়িতে পৌঁছনোর পর কী কী ঘটেছিল, সেই সব ঘটনাক্রম জানতে তলব করা হয়েছে কৌশিক সরকারকে। উল্লেখ্য, এর আগেও কৌশিক সরকারকে তলব করেছিল সিবিআই। আর এবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট তৈরির আগে আরও একবার সেই পুলিশ আধিকারিককে ডাকা হল। (আরও পড়ুন: কসবা কাণ্ডের তদন্তে নয়া মোড়, সুশান্ত 'খুনের ছক' কষেছিল জেল ফেরত এক খুন🧜ের আসামীও)