আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এখন এই নারকীয় ঘটনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাতে বিপাকে পড়ছেন রোগীরা। এই আবহে আজ, সোমবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। শিলিগুড়ি পুরনিগম ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট রাখিবন্ধন পালন করে। আন্দোলনরত চিকিৎসকরা আজ, সোমবার রোগীর আত্মীয়স্বজন থেকে শুরু করে হাসপাতালের কর্মীদের হাতে রাখি পরিয়ে দিলেন 💫মহিলা চিকিৎসকরা। এই ছবি দেখা যায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আজ রাখির দিনে বোনেদের–দিদিদের রক্ষা করার দায়িত্ব নিতে হবে ভাই–দাদাদের। আর তাই সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভাই–বোনের সম্পর্কের পবিত্র এই বন্ধনকে কোনও অশুভ শক্তি যেন কাটতে না পারে। আসুন সুরক্ষা, ভালবাসা, স্নেহ এবং শ্রদ্ধার এই বন্ধনে একে অপরকে আগলে রাখার অঙ্গীকারে আবদ্ধ থাকি সবাই।’ এই বার্তা আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাখিবন্ধন উৎসবে আজ মানব বন্ধনꦕে সামিল হয় কলকাতা মেডিক্যাল কলেজ। নির্যাতিতার প্রতীকী মূর্তির হাতে রাখি পরিয়ে একে অপরের হাত ধরে মানব বন্ধন করেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। মেডিক্যাল কলেজ চত্বরে শুধু জুনিয়র ডাক্তার নয়, নার্স, সিনিয়র ডাক্তার, রোগীর পরিবারের লোকেরা ছিলেন। তাদের সঙ্গে হাতে হাত মেলান। বিক্ষোভরত ডাক্তারি ছাত্রদের বক্তব্য, ‘ন্যায়বিচারের প্রতিবাদের স্বরূপ আজকের রাখির উৎসবকে মানব বন্ধনে পালন করা হল।’
আরও পড়ুন: কল্যাণ–সা⛎য়নের তুমুল বাকযুদ্ধ কলকাতা হাইকোর্টে, আরজি কর ইস্যুতে প্রবল উত্তেজনা