ঠাকুরপুকুর জোকার কাছে বেসরকারি বাসের ধাক্কায় মোটরবাইক আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাইফোঁটার দিন এই ঘটনাটি ঘটেছে। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর–জোকার মাঝামাঝি জায়গায়। পৈলানের দিক থেকে মোটরবাইকে করে ঠাকুরপুকুরের দিকে যাওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে মোটরবাইকের। তার জেরে ছিটকে পড়েন আরোহী। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 📖মৃত বলে ঘোষণা করেন।
ঠিক কী ঘটেছে ঠাকুরপুকুরে? স্থানীয় সূত্রে খবর, মোটরবাইক চালকের নাম দিপ্তেন্দু পাত্র (৪১)। তাঁর বাড়ি সোনারপুর এলাকার কোদালিয়ায়। পৈলানের দিক থেকে মোটরবাইকে করে ঠাকুরপুকুরের দিকে আসছিলেন তিনি। ঠাকুরপুকুর দিকে থেকে জোকার দিকে ১২সি রুটের একটি বেসরকারি বাস যাচ্ছিল। তখন মোটরবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে বাসের সামনে ধাক্কা মারে। আর ঘটনাস্থ🍃লেই গুরুতর আহত হয়ে পড়েন মোটরবাইক চালক। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মোটরবাইক চালকের মাথায় হেলমেট পড়া ছিল।
আর কী জানা যাচ্ছে? বেশ কয়েক মাস হল কলকাতায় পথদুর্ঘটনা সম্প্রতি ব🌜েড়ে ꧋গিয়েছে। তা নিয়ে একমাস আগে উষ্মাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার ভাইফোঁটার সকালে ফের একজনের মৃত্যু হল পথ দুর্ঘটনায়। এই দুর্ঘটনার জেরে রাস্তায় যানজট তৈরি হয়। নাকাল হন সাধারণ মানুষ। অনেকেই তখন অফিস যাওয়ার𓂃 জন্য বেরিয়ে ছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছতে তাঁদের দেরি হয়ে যায় ไবলে খবর।