কসবাকাণ্ডে কি জমির বিবাদের কারণেই কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুন করার ছক কষা হয়েছিল? এই নিয়ে তদন্ত জারি আছে। এরই মধ্যে এবার মুখ খুলে বিস্ফোরক সব মন্তব্য কুণাল ঘোষের। বাম জমানার কথা প্রসঙ্গে কুণাল ঘোষ দাবি করেন, এই জমি নিয়ে ১০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। তিনি এই জমি নিয়ে রেষারেষির ক্ষেত্রে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁর সাফ দাবি, কসবা এলাকায় এই জমি নিয়ে হানাহানির বীজ বপণ করা হয়েছিল বাম জমানাতেই। (আরও পড়ুন: কসবা মানেই তৃণমূলের অস্বস্তি! দলের 'প্রভাবশালীর' বিরুদ্༺ধে নালিশ সুশান্ত ঘোষের?)
আরও পড়ুন: বেলডাঙা নিয়ে সোশ্যাল মিড💎িয়ায় স🙈ংযত থাকতে বলল HC, BJP-র দাবি - ৪ জেলায় বন্ধ নেট
এই নিয়ে কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন, 'একটা সময়ে সিপিএমের লোকাল কমিটির সম্পাদক গুরুপদ বাগচীকে তাদেরই দলের অন্য গোষ্ঠীর গুন্ডারা প্রকাশ্যে গুলি করে খুন করেছিল। সেখানে একজন প্রোমোটারও গ্রেফতার হয়েছিলেন। এই বাড়ি, জমি, জমি দখলের মধ্যে সিপিএমের দুটো গোষ্ঠী জড়িয়ে গিয়েছিল। সিপিএমের সময়ই এই বীজ বপণ করা হয়েছে। এটার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। সত্যজিত রায় ফিল্ম ইনস্টিটিউটের আগে পড়ে ওই এলাকায় মৎস্য দফতরের অধীনে থাকা জলা জমি বাম জমানায় কীভাবে স্থলভূমি হয়ে গেল? পরের পর বাড়ি, পরের পর হাউজিং উঠেছে ওখানে। ওই জমানার কম করে ১০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি আছে এর মধ্যে।' (আরও পড়ুন: সুশান্তের সঙ্গে দীর্ঘ বৈঠক, কসবা কাণ্♏ডে এবার 'সক্রিয়' অভিষেক? কী কথা হল দু'জনের?)