সন্দেশখালিতে শাসকদলের বিরুদ্ধে কার্যত 'গণঅভ্যুত্থান' ঘটেছে। শেঙ শাহজাহান এবং তাঁর দলবদলের বিরুদ্ধে সরব সেখানকার সাধারণ মানুষ। এই আবহে রাজ্য ছাড়িয়ে জাতীয় রাজনীতির চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালি। এই আবহে সন্দেশখালি নিয়ে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসতে চাইছে বঙ্গ বিজেপি। তবে সেই ধরনার অনুমতি দিল না কলকাতা পুলিশ। এই আবহে ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদের মামলার অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে হাই কোর্টে। (আরও পড়ুন: সিংহের নামꦜ নিয়ে HC-র বকুনি, বাংলার 'সীতা-আকবর' বিতর্কে সাসপেন্ড ত্রিপুরার অফিস🅘ার)
আরও পড়ুন: রাতে হয়েছিলেন আটক, সকালꦐ হতেই গ্রেফতার বেড়মজুরের🧸 তৃণমূল নেতা অজিত মাইতি
উল্লেখ্য, কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ধরনা দেওয়ার পরিকল্পনা ছিল বিজেপির। এই ধরনার নেতৃত্বে থাকার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে পুলিশের কাছে এই ধরনার অনুমতি চাওয়া হলে তা দেওয়া হয়নি। অবশ্য সেনার তরফে ধরনার অনুমতি পেয়েছিল বলে দাবি বিজেপℱির। উল্লেখ্য, ময়দান এলাকার মালিক সেনা। তাই সেখানে ধরনা করতে গেলে সেনার অনুমতি প্রয়োজন পড়ে। তবে বিজেপির দাবি, সেনার অনুমতি থাকলেও পুলিশি ছাড়পত্র মেলেনি। পুলিশ🌠 নাকি বিজেপিকে বলেছে, সেই এলাকায় লাউডস্পিকার বাজানো মানা। তাই ধরনার অনুমতি দেওয়া যাবে না। তবে বিজেপির পালটা যুক্তি, কয়েকদিন আগেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা করেন। এই আবহে ধরনার অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ বিজেপি।