প্রায় ৩ ঘণ্টা জেরা সামলে কলকাতার নিজাম প্🌊যালেসে সিবিআই দফতর থেকে বেরোলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। মঙ্গলবার রাত ৮টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরোতে দেখা যায় তাঁকে। তবে বেরনোর সময় এদিনও 𝓰সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি।
শান্তিপ্রসাদ সিনহার হাজিরা নিয়ে মঙ্গলবার দি🀅নভর টানাপোড়েন চলে কলকাতা হাইকোর্টে। সকালে শান্তিপ্রসাদবাবুকে SSC গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় মূল কালপ্রিট বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 🌜এমনকী সিবিআই প্রয়োজনে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে বলেও নির্দেশ দেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বেলা ৩টের মধ্যে শান্তিপ্রসাদবাবুকে হাজিরা দিতে হবে সিবিআই দফতরে।
ওদিকে সোমবার তিন ডিভিশন বেঞ্চের পর মঙ্গলবার সকালে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও SSC মামলা শুনতে অস্বীকার করে। এর পর মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদেরের বেঞ্চে। সেখানে সিঙ্গল বেঞ্💯চের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদন কর🔯েন শান্তিপ্রসাদবাবু। শুনানির সময় ঠিক হয় বিকেল ৪টে।
এর মধ্যে বেলা ৩টে পার হলে গেলেও শান্তিপ্রসাদবাবুকে সিবিআই দফতরে দেখা যায়নি। বিকেল ৪টের শুনানির পর বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চ শান্তিপ্রসাদবাবুকে রক্ষাকবচ দেয়। বলে এখনই গ্রেফতারির প্রয়োজন নেইꦏ। তবে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। বিকেল ৫.১০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন শান্তিপ্রসাদ। কলকাতা পুলিশের আধিকারিকরা তাঁকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসেন। তার পর থেকে শুরু হয় জেরা। প্রায় ৩ ঘণ্টা জেরা সামলে রাত ৮টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরোন তিনি।