মাদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। এই ঘটনার ভিডিয়ো পোস্ট করে মতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছিলেন অমিত। এই আবহে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা। তিনি বলেন, 'এই ঘটনায় রাজনৈতিক রং চড়ানোর কোনও মানে হয় না।' তাঁর কথায়, 'এটা একটা চুরির ঘটনা।' এদিকে ঘটনায় অন্যতম এক নির্যাতিতার মেয়ে দাবি করেন, তাঁর মা ও কাকিমা বাজারে লেবু বিক্রি করতে গিয়েছিলেন। মিথ্যা ভাবে চোর অপবাদ দিয়ে তাঁদের সঙ্গে এই আচরণ করা হয়েছে। এর আগে গত পরশু রাতে হাওড়ার পাঁচলা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিজেপির অমিত মালব্য। তবে গতকাল সেই ঘটনার সত্যতা খণ্ডন করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। আর আজ একেবারে ভিডিয়ো পোস্ট করে দীর্ঘ টুইটে মালদার এই ঘটনা তুলে ধরেন অমিত মালব্য। (আরও পড়ুন: প্রকাশ্যে আরও এক মণিপুরি বিভীষিকা, ২ বোনকে গণধর্ষণ করে খুন ইম্ফলে, ꩲধৃত ০!)