TMC Minister on Maldah Incident: মণিপুরের পুনরাবৃত্তি মালদায়? 'ওরা চুরি করছিল', নির্যাতিতাদের নিয়ে বললেন মন্ত্রী
1 মিনিটে পড়ুন Updated: 22 Jul 2023, 12:25 PM ISTমালদার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা। তিনি বলেন, 'এই ঘটনায় রাজনৈতিক রং চড়ানোর কোনও মানে হয় না।' তাঁর কথায়, 'এটা একটা চুরির ঘটনা।' এর আগে আজ এক ভিডিয়ো পোস্ট করে দীর্ঘ টুইটে মালদার এই ঘটনা তুলে ধরেছিলেন অমিত মালব্য।
শশী পাঁজা