ফের একবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিಞকারী। বুধবার কালীঘাটে আরজি কর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের 🌞ইস্তফার দাবিতে এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি। আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে।
আরও পড়ুন - 'বাঁধ কেটে গ্রামে জল ঢুকিয়েছে TMC, বাঁধ♔ মেরামতির ৪০ কোটি হজম করেছে তারা '
পড়তে থাকুন - বাড়ি𒊎 ফিরে ফেলে যাওয়া চেয়ারে বসে কেঁদে ভাসালেন অনুব্রত
শুভেন্দুবাবুর কথায়, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা? গত তিন দিনে কী হয়েছে বাংলাদেশে? গতকাল ঢাকা🌳র উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না। এত বড় সাহস। হিন্দু ছাত্রছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে। এক মৌলবি বলছে, হিন্দু দোক♛ানে চুল – দাঁড়ি কাটবেন না, মিষ্টি কিনবেন না। বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি। আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে। মমতা ব্যানার্জিকে ছাড়ব না। নদিয়ায় পুজো বন্ধ করেছে। মালদায় পুজোর গেট বন্ধ করেছে। সরবেড়িয়ায় মূর্তি ভেঙেছে।’
আরও পড়ুন - সরকারি প্রকল্পের ১২০ কোটি টা💞কা দুর্নীতির অভিযোগে, পুরপ্রধানকে সাসপেন্ড করল TMC
বলে রাখি, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সেদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের খবর আসছে। বহু হিন্দুকে চাপ দিয়ে সরকারি চাকরি থেকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। দুর্গাপুজো বন্ধ করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে চরমপন্থী জামাতের নেতারা। দুর্গাপুজোয় মুসলিমদের নমাজ চলাকালীন ঢাক বা অন্য কোনও বাদ্যযন্ত্র বাজানো যাবে 🐲না বলে ফতোয়া জারি হয়েছে। বাংলাদেশে চরমপন্থীদের বাড়বাড়ন্তে দুর্গাপুজোর মুখে প্রবল আতঙ্কে রয়েছেন সেদেশের হিন্দুরা। যদিও সেদেশের সেনা নিয়ন্ত্রিত সরকারের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থা করা হবে।