ꦯএ যেন একেবারে অন্য সিপিএম। সম্প্রতি বড়দিনের শুভেচ্ছায় বিশেষ পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিল বঙ্গ সিপিএম। এবার পৌষ পার্বণের শুভেচ্ছা জানাল বঙ্গ সিপিএম। একেবারে সাদামাটা পোস্ট। তবে সেই পোস্টকে ঘিরেও বিতর্ক তুঙ্গে।
বঙ্গ সিপিএম🦋 লিখেছে পৌষ পার্বণের শুভেচ্ছা। তার সঙ্গে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে এক মহিলার কোলের কাছে দুটি বাচ্চা বসে রয়েছে। আর এক ব্যক্তি উনুনের কাছে বসে রয়েছেন।সম্ভবত পিঠে বানাচ্ছেন তিনি। কিন্তু এখানেই প্রশ্ন বাংলার কতজনের বাড়িতে এখনও উনুনে রান্না হয় তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। প্রত্যন্ত গ্রামে একেবারে প্রান্তিক বাড়িতে অথবা কিছু চায়ের দোকানে এখনও উনুনের রান্নার চল রয়েছে। আর সিপিএমের পোস্টে দেখা গেল সেই উনুন। তবে এই উনুন দেখে পুরনো দিনে ফিরলেন অনেকে। পুরো নস্টালজিয়া।
সিপিএমের এই পোস্টকে রিপোস্ট করে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ✅। তিনি লিখেছেন, আরও এক ঐতিহাসিক ভুলের পথ থেকে মরিয়া হয়ে বঙ্গ সমাজে ফেরার চেষ্টা। কমরেড বড় দেরি গিয়েছে। এসব যত করবে তত রসিকতার উপাদান বাড়বে। উৎসবে ফেরার পথে বিভ্রান্তির সর্বশেষ নমুনা। লিখেছেন কুণাল।
এবার বড়দিনেও শুভেচ্ছা জানিয়েছিল বঙ্গ সিপিএম। সোশ্য়াল মিডিয়ায় বড়দিনের শুভেচ্ছা জানিয়েছিল বঙ্গ সিপিএম♔। আর সেই শুভেচ্ছা বার্তায় কেবলমাত্র লেখা হয়েছিল, বড়দিনের শুভেচ্ছা।
✤এখানেও আপত্তির কিছু ছিল না। তবে তার তলায় যে ছবিটা পোস্ট করেছিল সিপিএম ওয়েস্ট বেঙ্গল, সেটা দেখে মুখ টিপে হেসেছিলেন অনেকেই।
🐟সেই ছবিতে দেখা গিয়েছিল, কাস্তে হাতুড়ির মাথার উপর রয়েছে সান্তা টুপি। সাদা রঙের সান্তা টুপি কাস্তে হাতুড়ির মাথার উপর। নীচে লেখা বড়দিনের শুভেচ্ছা। দ্যা লেফট ক্রিয়েটিভ। তবে সৃষ্টিশীল বামেদের এই সৃষ্টি বড়দিনের অনেকের মনেই বাড়তি খুশি এনে দিয়েছিল।
ꦿএবার এল পৌষ পার্বণের শুভেচ্ছা। কিন্তু সেটা নিয়েও খোঁচা দিচ্ছেন অনেকে। ঘরে ঘরে এখন গ্যাস। আর সিপিএমের ছবিতে এখনও উনুন। তবে কি একেবারে প্রান্তিক শ্রেণির মানুষের প্রতিনিধি এটা প্রমাণ করার জন্যই এল উনুন? নাকি অত কিছু না ভেবেই পোস্ট করেছে সিপিএম?
𒐪তবে কুণালের এই রিপোস্টকেও আবার খোঁচা দিচ্ছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন কমিউনিস্টরা বোরোলিন, বঙ্গজীবনের অঙ্গ। একগুচ্ছ চোর ছ্যাচড়া সরকারি ক্ষমতার আস্ফালনের রক্তবীজের জাতকে নিশ্চিহ্ন করে দেবার দিবাস্বপ্ন দেখুক। কমরেডরা থাকবে। টিমটিম করে জ্বলতে জ্বলতেই দাবানল হবে। পুরো ব্যবস্থাটাই রসিকতা যেখানে সেখানে জোকারদের বাড়বাড়ন্ত হবেই।
🌜অনেকে আবার সিপিএমের এই শুভেচ্ছা বার্তা দেখে মুখ টিপে হাসছেন।