বর্ষা শুরু হতেই শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। এই ঘটনার জন্য কলকাতা পুরসভা এবং সিইএসসি একে ওপরের গাফিলতিকে দায়ী করছে। এবার এই নিয়ে মুখ খুললেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ℱতিনি বলেন, ‘একে অপরের উপর দোষ চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চে𝕴ষ্টা চালানো হচ্ছে বলেই একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে।’ তা না করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা যাতে না ঘটে সে বিষয়টির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রাক্তন মেয়র।
তিনি বলেন, ‘একে অপরের উপর দায় না চাপিয়ে খোলা তার যাতে কোনওভাবেই জলের সংস্পর্শে না আসে তার ব্যবস্থা করতে হবে। মাথার উপর দিয়ে তার সরবরাহ না করে মাটির নিচে দিয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। মেনটেনেন্সের উপর জোর দিতে হবে। তবেই বিদ্যুৎপৃষ্টের মতো ঘটনা এড়িয়ে যাওয়া যাবে🦂।’ তিনি বলেন, ‘ ১৫ বছর ধরে যে সমস্ত তার রয়েছে তা ঝড়, জল, বৃষ্টিতে নষ্ট হচ্ছে। সেই সমস্ত তারের সংস্পর্শে এসে♌ই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। বেহালা, গার্ডেনরিচ, তোপসিয়া, যাদবপুর প্রভৃতি এলাকায় তারের জঙ্গল রয়েছে। এমনকি বেশ কিছু তার খোলাও রয়েছে। সেখানে কোনওভাবে হাত পড়লে স্বাভা𓂃বিকভাবে মৃত্যু নিশ্চিত। মৃত্যুর হাতছানি সর্বত্র।’