এবার বিপত্তি স্পাইসজেটের মালবাহী বিমানে। চিনের চংকিং-এর দিকে য🐽াচ্ছিল স্পাইসজেটের বিমান। তবে বিমানের আবহাওয়ার রাডারে গোলযোগ দেখা দেওয়ার কারণে কলকাতায় ফিরে আসে বিমানটি। জানা গিয়েছে ঘটনাটি মঙ্গলবারই ঘটে𒈔। উল্লেখ্য, মঙ্গলবারই আরও দুটি বিমান বিপত্তির মুখে পড়েছিল স্পাইসজেটের। সেই বিমানগুলি ছিল যাত্রীবাহী। তাছাড়া বিগত ১৭ দিনে মোট এই নিয়ে ৮টি এমন ঘটনা ঘটেছে যেখানে একটুর জন্য স্পাইসজেটের বিমান বেঁচে যায়।
দিল্লি থেকে দুবাইগামী একটি স্পাইসজেটের বিমান করাচিতে অবতরণ করে। ইন্ডিকেটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় বিমানটি যাত্রাপথ বদল করে পাকিস্তানের মাটিতে নামে। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ডিজিসিএ। এদিকে স্পাইসজেটের অপর এক বিমানে উইন্ডশিল্ডের পেনে ফাটল দেখা যায় মাঝ আকাশে। পরে সেই বিমানটি নিরাপদেই অবতরণ ক𝔉রে মুম্বইতে। তবে এই দুই ঘটনাতেই বড়সড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা।
প্রসঙ্গত, অণ্ডালগামী বিমান টার্বুলেন্সে পড়ুক কী পটনা বা চেন্নাই থেকে টেকঅফ করা বিমানের ইঞ্জিন বিভ্রাট, বারবার খবরের শিরোনামে উঠে আসছে স্পাইসজেট। এই আবহে আজকে ফের একবার বিপত্তির সামনে পড়ল স্পাইসজেটের বিমান। এর আগ♍ে গত ২ জুলাই দিল্লি থেকে টেকঅফ করা মধ্যপ্রদেশের জবলপুরগামী স্পাইসজেটের বিমানের কেবিনে ধোঁয়া দেখা গিয়েছিল মাঝ আকাশে। পরে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফেরানো হয়েছিল। জানা গিয়েছে, বিমানটি যখন পাঁচ হাজার ফুট উচ্চতায়, তখন এই ধোঁয়া দেখা যায় কেবিনে। স্বভাবতই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এতে। এর আগেও চেন্নাই-দিল্লি,মুম্বই-অণ্ডাল রুটে স্পাইসজেটের বিমানে বিপত্তি দেখা গিয়েছিল। তবে কোনও ক্ষেত্রেই বড় রকমের কোনও দুর্ঘটনা ঘটেনি। সম্প্রতি পটনা থেকে দিল্লিগামী স্পাইসজেটের উড়ানেও বিপত্তি দেখা দেয়। মাঝ আকাশে ইঞ্জিনে আগুন লাগলে বিমানটি পটনায় ফিরে এসেছিল।