চাকরি প্রার্থীর সুইসাউড নোটে ‘পার্থ’ কে? CBIকে খুঁজতে বললেন রাজশেখর মান্থা
1 মিনিটে পড়ুন Updated: 13 Feb 2023, 12:38 PM IST Pinaki Bhattacharyya গত ২৭ সেপ্টেম্বর মুর্শিদাবাদের লালগোলায় বাড়ির কাছে উদ্ধার হয় আবদুল রহমানের দেহ। পরে তাঁর বাড়ি থেকে পাওয়া যায় ৯ পাতার একটি সুইসাইড নোট। তাতে তিনি জানান, গ্রুপ ডিতে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন জনৈক দিবাকর। কিন্তু চাকরি হয়নি।