একই রোগীর শরীরে মৃত ব্যক্তির দুটি অঙ্গ প্রতিস্থাপন! বিষয়টি অবাক হলেও ১৮ বছরের এক তরুণের শরীরে ব্রেন ডেথ হওয়া এক প্রৌঢ়ার দুটি অঙ্গ প্রতিস্থাপন করছে কলকাতার এসএসকেএম হাসপাতাল। হৃৎপিণ্ড এবং ফুসফুস প্রতিস্থাপন করা হচ্ছে ওই তরুণের শরীরে। জানা গ🃏িয়েছে, বছর ৫২- এর ওই প্রৌঢ়ার নাম অরুণ কুল। তিনি দক্ষিণ ২৪ পরগনার ফলতার বাসিন্দা সোমবার ব্রেন ডেথ হওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা মরণোত্তর অঙ্গ দানের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ব্রেন ড𒁏েথে🌸র পরে নাট্যকর্মীর অঙ্গদান, পাঁচ অঙ্গ প্রতিস্থাপিত হল অন্যের শরীরে
যে তরুণ হৃৎপিণ্ড এবং ফুসফু✃স পাচ্ছেন তিনিও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। গতকাল রাতেই তাঁর শরীরে এই অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়েছিল। এছাড়াও প্রৌঢ়ার আরও অঙ্গ যেমন কিডনি পাচ্ছেন পিজিতে চিকিৎসাধীন ২৪ বছরের এক তরুণী এবং আলিপুর সেনা হাসপাতালে চিকিৎসাধীন ৩২ বছরের এক যুবতী। অন্যদিকে, যকৃৎ পাচ্ছেন পিজি হাসপাতালেই ভর্তি থাকা এক প্রৌঢ়া।
জানা যাচ্ছে, পেশ🌠ায় চাষি অরুণ গত ১০ মে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। বিয়ে বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নেমে রাস্তা পারাপার করার সময় একটি স্কুটি এসে সজোরে তাঁকে ধাক্কা মারে। এরপর তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। পড়ে সিটি স্ক্যানের পর তাঁকে পাঠানো হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ট্রমা কেয়ারে ভরতি করা হয়। ১১ মে তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু, তাকে বাঁচানো সম্ভব হয়নি। সোমবার সকালে তাঁর ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা। তারপরে চিকিৎসকেরাই ওই ব্যক্তির পরিবারের সদস্যদের অঙ্গদানের বিষয়ে উৎসাহ করেন।