আবার খবরে উঠে এল অভিশপ্ত সেই স্টিফেন কোর্ট। যেখানে কয়েক বছর আগে আগুন লেগেছিল। তা থেকে বাঁচতে রাস্তায় ঝাঁপ দিয়েছিলেন অনেকে। আর মারা গিয়েছিলেন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুও হয়েছিল। এবার মধ্য কলকাতার পার্ক স্ট্রিটের সেই স্টিফেন কোর্ট ভবনের কার্নিশের একাংশ ভেঙে পড়ল। আর তার জেরে রবিবাসরীয় সকালে এক পথচারীর মাথায় কার্নিশ🍷 ভেঙে পড়ল বলে অ൩ভিযোগ। তাঁকে উদ্ধার করে দ্রুত এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শহরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে।
বিষয়টি ঠিক কীಌ ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, আজ,রবিবার সকালে পার্ক স্ট্রিটের ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পথচারী যুবক। তখনই স্টিফেন কোর্টের কার্নিশের একাংশ ভেঙে পড়ে তাঁর মাথায়। তৎক্ষণাৎ তাঁকে ওখান থেকে নিয়ে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথা ফেটে শহরের রাস্তায় তখন রক্তারক্তি অবস্থা। তবে ভিড় থাকলে আরও কয়েকজনের মাথা ফাটতে পারত। সেই বিপদ এড়ানো গিয়েছে। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ। তারা এলাকাটি ঘিরে ফেলেছে। যাতে আর কারও এমন ঘটনা না ঘটে। এখন ওই ভবনের সামনে দিয়ে যাতায়াত করতে দিচ্ছে না পুলিশ।
কে ওই আহত পথচারী? পুলিশ সূত্রে খবর, আহত ওই যুবকের নাম মনোজ। পদবি জানা যায়নি। রাসেল স্ট্রিট এলাকার বাসিন্দা ওই যুবক কিছু কাজ নিয়ে সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। আর স্টিফেন কোর্টের তলা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই হঠাৎ💖 উঁচু কার্নিশের একটি চাঙড় ভেঙে পড়ে। সেটি ওই যুবক মনোজের মাথায় পড়ে। আর মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। তখন রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। আর পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে তৎক্ষণাৎ নিয়ে যায় হাসপাতালে। যুবকের মাথায় কয়েকটি সেলাই পড়েছে।
আরও পড়ুন: দ্রুত ইস্তেহার তৈরি করা প্রয়োজন, মমতার প্রস্তাব🐬ে কেমꦚন ভাবনা জোটের প্রতিনিধিদের?
কেন এমন ঘটনা ঘটল? কয়েকদিন ধরে সকালে গরম থাকলেও দুপুরে বৃষ্টি হচ্ছে ভারী। তার উপর শনিবার বেলা বাড়তেই কলকাতায় মুষলধারে বৃষ্টি হয়ಌ। রাস্তায় জল জমে যায় এই বৃষ্টিতে। আর পুরনো বাড়ি হওয়ায় কয়েকটি বাড়িতে চাঙড় ভেঙে পড়ার ঘটনা ঘটে। এই নাগাড়ে বৃষ্টিতেই স্টিফেন কোর্ট ভবনের কার্নিশ নরম হয়ে যায়। আর আজ সেটি ভেঙে পড়েছে। সেই চাঙড়ই মাথায় গিয়ে পড়ে পথচারীর। মারাত্মক জখম হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই স্টিফেন কোর্ট ৯৯ বছরের পুরনো বাড়ি। ব্রিটিশ সংস্থা এই ভবনটি নির্মাণ করেছিল। এখানে সাতটি তলা রয়েছে।