𒐪 মাধ্যমিক পরীক্ষা আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। কিন্তু পরীক্ষায় বসার ফর্ম ফিলাপ করতে না পারায় অ্যাডমিট কার্ড হাতে পাননি ১০০ জনেরও বেশি পড়ুয়া। সম্প্রতি তাঁরা পর্ষদের অফিসে এলে তাঁদের হেনস্তার মুখে পড়তে হয়। রেজিস্ট্রেশন কার্ড ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গোটা পরিস্থিতিকে ঘিরে উত্তেজনা ছড়ায় পর্ষদ অফিস এলাকায়।
🌞গত বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদের অফিসের সামনে জড়ো হয় বিভিন্ন স্কুল থেকে আসা ১০০–এর বেশি ছাত্র ছাত্রী ও তাঁদের অভিভাবকরা। পর্ষদ অফিসে পৌঁছনের পর নিরাপত্তারক্ষীরা তাঁদের একসঙ্গে ভিতরে যেতে বাধা দেয়। তারপরই তাঁরা ভিতরে ঢুকতে চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের দাবি, তাঁদের অ্যাডমিট কার্ড দেওয়া হোক। পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হোক। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে চলে আসে বিধাননগর পুলিশ। পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন ছাত্রছাত্রীরা। তাঁদের রেজিস্ট্রেশন কার্ড ছিড়ে ফেলারও অভিযোগ উঠেছে। বিক্ষোভরত এক ছাত্রের কথায়, ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ মধ্য শিক্ষা পর্ষদের হস্তক্ষেপের আবেদন করলে তাঁকেও আটক করে রাথা হয়।
﷽আগামী ৭ মার্চ শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে এখনও অ্যাডমিক কার্ড হাতে না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন এই সব ছাত্রছাত্রীরা। বিক্ষোভরত এক ছাত্রী জানান, ‘দাদা অসুস্থ থাকায় পরীক্ষার ফর্ম ফিলাপ করতে পারিনি। স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড চাওয়াতে তাঁকে মধ্য শিক্ষা পর্ষদের অফিসে আসতে বলা হয়। এখন অ্যাডমিট কার্ড চাইতে আসায় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। আমরা পরীক্ষায় বসতে চাই। পরীক্ষা দিতে না পারলে বছরটা নষ্ট হয়ে যাবে।’