ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধরনায় বস💧তে চেয়ে করা আবেদনে শুভেন্দু অধিকারীর আইনজীবীর কাছে বিকল্প জায়গার প্রস্তাব চেয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতে জমা দিতে হবে বিকল্প স্থানের নাম। শুভেন্দুবাবু রাজভবনের পরিবর্তে কোথায় ধরনায় বসার অনুমতি চাইতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বৃহস্পতিবার এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শℱুভেন্দু অধিকারী। জানান, বিকল্প কোথায় তিনি ধরনায় বসতে চান তা শুক্রবার আদালতে জানাবেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ধরনায় বসতে চাইবেন শুভেন্দু।
আরও পড়ুন - শিশুচুরির গুজবকে কেন্দ্🌠র করে রণক্ষেত্র বারাসতের কাজিপাড়া, আক্রান্ত পুলিশও
পড়তে থাকুন - রাজভবনের সামনে অভিষেকের ধরনার অনুমতি দিয়ে অন্যায় করেছে পুলিশ, আদালতে মানল🔜 রাজ্য
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মহান ভাইপো যে বেআইনি ধরনা দিয়েছিলেন সেটা রাজ্য সরকারের আইনজীবী আদালতে স্বীকার করে নিয়েছেন। বিচার⛦পতি জানতে চেয়েছেন, ভুল করার জন্য কী কী পদক্ষেপ করেছেন? তার উত্তর সরকারি আইনজীবী দিতে পারেননি।’
এর পরই ধরনার বিকল্প জায়গার প্রস্তাব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দুবাবু। বলেন, ‘আমার আইনজীবীকে আদালত বলেছে বিকল্প জায়গার প্রস্তাব দিন। যে অত্যাচার লাগাতার চল🍎ছে তা বন্ধ করার জন্য গণআন্দোলন একমাত্র পথ। তবে বিকল্প জায়গাটা কী সেটাܫ কাল আমার আইনজীবী আদালতে বলবেন। তখনই জানতে পারবেন।’
আরও পড়ুন - গায়ের জোরে দখল করা জমিতে তৃণমূল পার্টি 🔯অফিস, ২০ দিনের মধ্যে ভাঙতে বলল হাইকোর্ট