বকেয়া পাওনা আদায়ের দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওদিকে তৃণমূ♛লকে তীব্রভাবে আক্রমণ করলেন বিজেপির বাংলার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার সহ অন্যান্য বিজে👍পি নেতৃত্ব। সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে আক্রমণ করলেন বাংলার বিজেপি নেতৃত্ব। লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিং মাহাতোও ছিলেন এই সাংবাদিক বৈঠকে।
আরও পড়ুন:'ছুঁড𒊎়ে ছুঁড়ে ফেলছেন...', মহাদেবকে 'ঘোর অপমান' মমতার, অভিযোগ সুকান্তর
সুকান্ত মজুমদার এদিন জানান, মাটি কাটার কাজে ব্যা💖পক দুর্নীতি হয়েছে। এক্ষেত্রে অনেক টাকা আদায় করেছেন তৃণমূলের নেতারা। ১০০ দিনের শ্রমিকদের দিয়ে কাজ করানোর পরিবর্তে জেসিবি দিয়ে কাজ করানো হয়েছে। আর সেই টাকা পাঠানো হয়েছে বিভিন্ন অ্যাকাউন꧋্টে। আগেই সম্পন্ন হওয়া কাজকে এমজিএনআরইজি-র অধীনে করানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
তিনি জানান, বিভিন্ন জায়গায় অনিয়মিত কাজের অভিযোগ রয়েছে। যুগ্ম সচিবের নেতৃত্বে কেন্দ্রের একটি দল গিয়েছিল রাজ্যে। কিন্তু, রাজ্য সরকার তাদের কোনও সহযোগিতা করেনি বলে তিনি অভিযোগ তোলেন। বিজেপির রাজ্য সভাপতির আরও গুরুতর অভিযোগ, পুকুর খননের জিপিএসের ঠিকানা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় দলকে। পরে দেখা যায় যেখানকার জিপিএস দেওয়া হয়েছে তা নদীর মধ্যে। তাঁর কটাক্ষ, তৃণমূলের পঞ্চায়েত নদীর ভিতরে গি✤য়ে পুকুর খনন করেছে।