꧅ তৃণমূলের অভিযোগের ভিত্তিতে অশোক স্তম্ভ নিয়ে মন্তব্যের জন্য রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে শো-কজ করল জাতীয় নির্বাচন কমিশন। তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জবাব দিতে বলা হয়েছে সুকান্তবাবুকে। শো-কজের প্রাপ্তিস্বীকার করে সুকান্তবাবু জানিয়েছেন, যা বলেছি, আবার বলব।
আরও পড়ুন - ꦜমত্ত অবস্থায় ঘরে ঢুকে প্রতিবেশীর শ্লীলতাহানির অভিযোগ, খাস কলকাতায় গ্রেফতার সিভিক
পড়তে থাকুন - ꧙আরজি কর হাসপাতালে এবার নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, তুলকালাম কাণ্ড ঘটল
🌺 বৃহস্পতিবার বাঁকুড়ার তালডাংরায় উপ নির্বাচনের প্রচারে গিয়ে সুকান্তবাবু বলেন, ‘পুলিশের উর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। তৃণমূলের হয়ে দালালি করলে, পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন। একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন।’ সুকান্তবাবু আরও বলেছিলেন, ‘ভোটে তো আমাদের তৃণমূলের সঙ্গে লড়াই নয়, পুলিশের সঙ্গে লড়াই। পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিটও তৃণমূল কংগ্রেস বলে কোনও দল থাকবে না। পুলিশকে বলতে চাই, পরিষ্কার করে শুনে রাখুন, সময় আসছে। মনে রাখবেন, চিরকাল কারও সমান যায় না।’
🌳 এই মন্তব্যের জন্য শনিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে তৃণমূল সুকান্তবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। প্রতিনিধি দলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ও সাকেত গোখেল তৃণমূলের দাবি, অশোক স্তম্ভের অপমান করেছেন সুকান্তবাবু।
আরও পড়ুন - 🧸নানুরের চণ্ডীদাস কলেজে চটুল নাচ ছাত্রছাত্রীদের, উড়ছে টাকা, নবীনবরণ ঘিরে বিতর্ক
💧 শো কজের প্রাপ্তিস্বীকার করে সুকান্তবাবু বলেন, ‘আমি জবাব দেব। কিন্তু যা বলেছিলাম, ভুল বলিনি। প্রয়োজন আবার বলব। কারণ, শাসকদলের হয়ে পুলিশের কাজ করাটা সত্য এবং তার প্রতিবাদ হওয়া দরকার’।