এখনও তৃণমূলেরই সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজি কর আন্দোলনের সময় তিনি বার বার মুখ খুলেছিলেন। এর জেরে অস্বস্তি বেড়েছিল তৃণমূলের। তারপরেও অবস্থান বদল করেননি সুখেন্দুশেখর। তবে তখন সুখেন্দুশেখরকে সরাসরি কিছু বলেনি তৃণমূল। তবে কি এবার সেই সুখেন্দুশেখরকে সুযোগ বুঝে 🦂সাইডলাইন♉ে ফেলার চেষ্টা করছে তৃণমূল?
তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি সুখেন্দু শেখর রায়। নিজে সাংসদ হওয়া সত্ত্বেও তিনি এই মিটিংয়ে ডাক পাননি বলে খবর। এই ঘটনাকꦦে ঘিরে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে নানা মহলে। তবে এনিয়ে সরাসরি সুখেন্দু শেখরের বক্তব্য মেলেনি। তবে মুখ খুলেছেন ফিরহাদ হাকিম।
তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, পার্টির ডিসিপ্লিন সবার আগে। রাজ্য সর🧔কারের সঙ্গে আরজি করের কোনও সম্ꦡপর্ক ছিল না। আমরাও চাই ফাঁসি চাই, জুনিয়র ডাক্তাররাও চাইছেন। কেবলমাত্র কিছু মিডিয়া হাউসের চাপিয়ে দেওয়া বিষয়কে যে সমর্থন করেছে পার্টি তার সঙ্গে থাকবে না।
সোমবার বিকাল ৪টের তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে। প্♌রায় সমস্ত সদস্যের কাছে চিঠি গিয়েছে বলে খবর। এমনকী অনুব্রত মণ্ডলের কাছেও গিয়েছে চিঠি। কিন্তু কেবলমাত্র ব্রাত্য থাকলেন সুখেন্দুশেখর রায়। তবে কি জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়লেন সুখেন্দুশেখর?