বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে নিউটাউনে সুকান্তর বাসভবনে হাজির শুভেন্দু অধিকারী। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে এসেছেন। সেই সময় সুকান্তর বাসভবনে শুভেন্দুর উপস্থিতি কার্যত ✅বিজেপির ঐক্যবদ্ধ চেহারারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
সূত্রের খবর নিউটাউনের হোটেলে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই হোটেলের কাছেই সুকান্ত মজুমদারের বাসভবন। এদিকে সুকান্ত ও শুভেন্দু একসঙ্গেই অমিত শাহের সঙ্গে দেখা করবেন বলে খবর। সেকারণেই সুকান্তর বাসভবনে শুভেন্দু অধিকারী যান বলে খবর।
অমিত শাহ রবিবার বনগাঁর একটা সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেক্ষেত্রে সুকান্ত ও শুভেন্দু একযোগে 🍎কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ🍰্গে দেখা করতে গিয়েছিলেন বলে খবর।
সূত্রের খবর সুকান্তর বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন শুভেন্দু অধিকারী। এদিকে শাসকদল তৃণমূলে༺র পক্ষ থেকে মাঝেমধ্যেই অভিযোগ তোলা হয় যে বিজেপির অন্দরে নাকি শুভেন্দু গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, দিলীপ গোষ্ঠী সহ একাধিক গোষ্ঠী রয়েছে। তবে সেসব জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন দুই নেতাই। সুকান্তর বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন শুভেন্দু অধিকারী। এই ছবি স্বাভাবিকভাবেই বিজেপির ঐক্যবদ্ধ চেহারাকেই সামনে আনে। তবে কেন্দ্রীয় নেতাদের সামনে বঙ্গ বিজেপির ঐক্যবদ্ধ চেহারাকে দেখানোর লক্ষ্যেই কি বিশেষ কৌশল নিলেন শুভেন্দু অধিকারী? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
বঙ্গ বিজেপি কার্যত কার নেতৃত্বে চলে তা নিয়ে নানা সময়ে নানা চর্চা হয়েছে। দলের রাশ কার হাতে থাকবে তা নিয়েও দলের অন্দরে নানা চর্চা হয়েছে। বিজেপির অন্দরে শুভেন্দু অধিকারীর মতামত নাকি সুকান্ত মজুমদারের মতামত কোনটা গুরুত্ব পায় তা নিয়ে♔ও নানা ধরনের আলোচনা রয়ꦅেছে। তবে দলের রাজ্য নেতৃত্ব এসব দাবিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তবে তারপরেও মাঝেমধ্যেই এই মন কষাকষির বিষয়গুলি সামনে চলে আসে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বঙ্গ বিজেপির নানা দিক সম্পর্কে পর্যালোচনা করছেন অমিত শাহ সহ কেন▨্দ্রীয় নেতৃত্ব। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ার পরে রাজ্য সভাপতির পদ থেকে সুকান্ত মজুমদারকে সরে যেতে হতে পারে বলেও নানা মহলে জল্পনা ছড়িয়েছিল। তবে এখনও পর্যন্ত কে পরবর্তী রাজ্য সভাপতি হবেন তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। তার আগে যেভাবে দুমাথা এক হয়ে মন কি বাত শুনলেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।