ওপার বাং🌳লায় দলে দলে জড়ো হয়েছেন হিন্দুরা। সেই ভিডিয়ো দেখিয়ে এপার বাংলায় বসে উল্লসিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি। বার বার সনাতনীদের পক্ষে ব্যাট ধরেছেন তিনি। এবার বাংলাদেশের একটি ভিডিয়োকে সামনে এনেছেন তিনি।
শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সনাতনীদের দাবিয়ে রাখার সবরকম চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রামে ঐতিহাসিক লাল দিঘি চত্বরে হিন্দুরা জড়ো হয়েছিলেন। আমি সীমান্তের ওপারের সনাতনী ভাই-বোনেদের কাছে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের সংকটের দিনে আমি আপনাদের পাশে থাকব। বাস্তবিক অর্থে বিশ্বের গোটা সনাতনী সম্প্রদায় 💦আপনাদের সঙ্গে রয়েছꦓে। শুধু আপনারা এটা ধরে রাখুন। ঐক্যবদ্ধ থাকুন, শক্তিশালী থাকুন। লিখেছেন শুভেন্দু অধিকারী।
সেই ভিডিয়োতে সম্ভবত ড্রোন থেকে তোলা একটি ভিডিয়ো দেখানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। গেরুয়া পরিহিত সাধুর দলও সেখানে রয়েছেন। ঢাকার লাল দিঘি চত্বর একেবারে কানায় কানায় পূর্ণ। হাজার হাজার মানুষ সেখানে জ𝔉ড়ো হয়েছেন। সেই ভিডিয়ো দেখিয়ে কার্যত উল্লাস প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সঙ্গে তিনি বাংলাদেশের সনাতনীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।
সেই ভিডিয়োর জবাবে অনেকেই নানা কথা লিখেছেন। একজন লিখেছেন, হিন্দুদের মনে রাখা দরকার। আপনার শক্তি হল আপনাদের একতা। গোটা হিন্দু সমাজের উচিত এই অত্যাচ🃏ারের বিরুদ্ধে রুখে দাঁড়া🎃নো।
অপর একজন লিখেছেন, আপনাদের সংহতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতনী সমাজকে একতাবদ্ধ রাখতে এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। অপর একজন লিখেছেন, ভারত সরক෴ার এই সংগ্রামের দিকে নজর দিন। অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
এদিকে অন্তর্বর্তী সরকার তৈরির পর থেকেই বাংলাদেশে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বার বারই দাবি করেছেন সংখ্যালঘুদের সুরক্ষাকে সুনিশ্চিত করা হচ্ছে। তবে সেটা কতটা হয়েছে তা নিয়ে বিতর্কটা থেকেই গিয়েছে। তবে হিন্দুদেরꦏ মধ্য়ে জাগরণ যে হচ্ছে তার একাধিক নজির দেখা𝓡 যাচ্ছে।
শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে জমায়েত করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিচার সহ একাধিক দাবিতে ওইদিন লালদিঘির ময়দানে বিক্ষোভ সমাবেশ করে হিন্দু সম্প্রদায়। এদিন সেখান থ𝓀েকেই তারা হুঁশিয়ারি দিয়েছেন, অন্তর্বর্তী সরকার অবিলম্বে তাদের দাবি পূরণ না করলে ঢাকার উদ্দেশ্যে তারা মিছিল করবে। সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’-র তরফে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। তাতে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ এ দিন এখানে জমায়েত করেন।