মুখ্যমন্ত্রীর উপস্থিতিরে রাজভবনে রাজ্যপালের মুখে ‘জয় বাংলা’ স্লোগানে তাঁর কোনও দোষ দেখছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবা✱দিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যপালকে দিয়ে জয় বাংলা বলিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূলের পাতা ফাঁদে রাজ্যপালকে পা না দিতে উপদেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় শুভেন্দুবাবু বলেন, ‘রাজ্যপালের বক্তব্যের পুরোটাই তাঁর তাঁর সচিব নন্দিনী চক্রবর্তীর লিখে দেওয়া। রাজ্যপাল মহোদয়কে বোঝানো হয়েছে, বাংলার জয় মানে পশ্চিমবঙ্গের জয় পশ্চিমবঙ্গের জয় তো আমরাও চাই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের এই পশ্চিমবঙ্গ বানিয়েছেন। কিন্তু জয় বাংলা বাংলাদেশের স্লোগান। আওয়ামি লিগ এই স্লোগান ব্যবহার করে। সেদেশের সরকারি অনুষ্ঠানে এই স্লোগান ব্য🐈বহার হয়। ওকে ভুল বুঝিয়ে এই স্লোগান বলিয়ে নেওয়া হয়েছে।’ শুভেন্দুবাবু বলেন, ‘রাজ্যপাল বুঝলে নিশ্চই এই স্লোগান আর বলবেন না। ভারত মাতা কি জয় বলবেন।’
শুভেন্দুবাবু আরও বলেন, ‘আগে সচিবালয় পরিষ্কার করুন। রাজ্যপালღের সারল্যের সুযোগ নিচ্ছেন মমতা। আর ভুল বার্তা যায় এমন সব অনুষ্ঠানের আয়োজন করছেন সচিব নন্দিনী। আগামী দিনে তাদের পাতা 🍨ফাঁদে রাজ্যপাল পা দেবেন না বলেই আশা করি।’
বৃহস্পতিবার বিকেলে রাজভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। এদিনের অনুষ্ঠানে বিশেষ তৎপর দেখা যায় রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীকে। যিনি আমলা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে বাংলায় বক্তব্য রাখেন রাজ্যপাল। বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় হিন্দ’ স্লোগান শোনা 🌸যায় রাজ্যপালের মুখে।