সম্প্রতি আইসিসি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। সেই খবর প্রকাশ্যে আসার একদিন পরে অমিত শাহকে 'খোঁচা' দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পালটা 'শুভেচ্ছা বার্তা' পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর নন্দীগ্রামের বিজেপি বিধায়কের নিশানায় মমতার দুই ভাই অজিত এবং বাবুন বন্দ্যোপাধ্যায়। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে 'প্রতীবাদী মুখ' নারী নির্যাতনে অভিযুক্ত নেতার൩া, অস্বস্তিতে ꦆসিপিএম)
আরও পড়ুন: ব⛦ড় পদক্ষেꦯপ ইডির, রোজভ্যালিতে রাখা কয়েক কোটি টাকা ফেরত পাবেন আমানতকারীরা
আরও পড়ুন: মন্তব্য ঘিဣরে 'বিতর্কের' ব্যাখ্যা দ🅠েন মমতা, 'আমল না দিয়ে' পালটা জবাব ডাক্তারদের
এই নিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু লেখেন, 'বাংলার ব্যর্থ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন। আপনার ভাইয়েরা রাজনীতিবদ হননি, পরিবর্তে হয়েছেন- অজিত বন্দোপাধ্যায় (ষষ্ঠী), আইএফএ (বাংলার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা) সভাপতি। বাবুন বন্দোপাধ্য়ায় (স্বপন), বাংলা অলিম্পিক্স অ্যাসোসিয়েশন সভাপতি, মোহনবাগান ফুটবল ক্লাবের মাঠ সচিব, পশ্চিমবঙ্গ হকি অ্যাসোসিয়েশনের সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি, পশ্চিমবঙ্গ কবাড্ডি অ্যাসোসিয়েশনের সভাপতি, পশ্চিমবঙ্গ অ্যামাচার বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি। ক্রীড়া প্রশাসনের শীর্ষ স্তরের এই পোস্টগুলি পাওয়ার আকাঙ্খা অনেক রাজনীতিবিদেরই থাকে। আপনার ভাইয়েরা নিঃসন্দেহে ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে এবং তাদের এই সাফল্যে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই।𝓀 কুর্নিশ।'