ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারীর রাজভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল। বৃহস্পতিবার বিকেলে রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে আটকে দেন পুলিশকর্মীরা। এর পর গাড়ির মধ্যেই ধরনায় বসেন শুভেন্দুবা꧙বু। সংবাদমাধ্যমকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাসিবাদ জরুরি অবস্থাকেও হার মানিয়েছে।
আরও পড়ুন - মূল ♑সুবিধাভোগীর হয়ে চাকরি বিক্রির টাকা তুলেছে আরেকজন, আদালতে জানাল CBI
পড়তে থাকুন - চিঠির হাতের লেখা কি জ🥂্যোতিপ্রিয় মল্লিকেরই, ফরেন্সিক পরীক্ষা করাতে চায় ইডি
ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই মতো একটি গাড়িতে রাজভবনের সামনে পৌছন শুভেন্দুবাবু। পিছনে একটি বাসে ছিলেন দক্ষিণবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোট পরবর্তী হিংসায় আক্ꦺরান্তরা। রাজভবনের গেটের সামনে শুভেন্দুকে আটকান কলকাতা পুলিশের আধিকারিকরা। প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করলেও শুভেন্দুকে ভিতরে ঢুকতে দেননি তাঁরা।
এর পর সংবাদমাধ্যমকে শুভেন্দু অধিকারী বলেন, মমতার চরম ফ্যাসিবাদী চেহারা বেরিয়ে পড়েছে। জরুরি অবস্থার সময়ও দেশে এরকম হয়নি। আমাকে ১ ঘণ্টা এখানে আটকে রাখা হয়েছে। পুলিশ আধিকারিকরা রাজ্যপালের অনুমতি রয়েছে কি না জেনে আসছি বলে যে সেই গেছেন ফেরার নাম নেই। আমি অপেক্ষা করছি। রাজভবনের আধিকারিককে ফোন করেছিলাম। তিন🗹ি বলেছেন, রাজভবনের বাইরের এলাকার আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের। মমতা ও কলকাতা পুলি♉শের কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে এটা হয়েছে।
আরও পড়ুন - আগ্নেয়াস্ত্র সরাতেই আধিকারিকদের ওপর হামলা চালায় শাহজাহান, চার🐠্জশিটে দাবি EDর
ওদিকে শুভেন্দু অধিকারীরা এলাকা ছাড়তেই কেন তাদের রাজভবনে প্রবেশ করতে দেওয়া হল না তা জানতে চেয়ে স্বরাষ্ট্রসচিব নন্দিনী চট্টোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব কর♕েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বলে রাখি, গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পরই রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছে বিজেপ💟ি। দলীয় কর্মীদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।