SSC-র OMR দুর্নীতিকাণ্ডে আদালতে এক চাকরিপ্রার্থীর পেশ করা নথি নিয়ে শোরগোল। বুধবার কলকাতা হাইকোর্টে নবম – দশম নিয়োগ দুর্নীতি মামলায় একটি OMR শিট পেশ করেন এক চাকরিপ্রার্থী। যেখানে SSC বলছে তাদের হেফাজতে কোনও OMR নেই সেখানে চাকরিপ্রার্থীর হাতে OMR শিট এল কী করে? SSC-র দাবি, সিবিআই যে OMR শিটের কপি তাদের দিয়েছে তারই একটি পেশ হয়েছে আদালতে।এদিন মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য একটি OMR শিট আদালতে পেশ করে বলেন, একটি RTIএর ভিত্তিতে ২০২১ সালে নবম - দশমের OMR শিট দেখতে চেয়ে SSC-র কাছে RTI আবেদন করেন ওই প্রার্থী। গত ১৮ জানুয়ারি চাকরিপ্রার্থীর কাছে এসে পৌঁছয় তার OMR. OMR পাঠিয়ে SSC জানিয়েছে, সার্ভারে থাকা তথ্য থেকে এই OMR শিট দেওয়া হল।এর পরই বিকাশবাবু প্রশ্ন তোলেন, এতদিন সমস্ত আদালতে SSC জানিয়েছে তাদের হেফাজতে কোনও OMR নেই। তাহলে এই OMR কী করে চাকরিপ্রার্থীকে দিল তারা? তার মানে কি এতদিন আদালতে মিথ্যা বলছিল SSC. তার মানে OMRএর কপি তাদের সার্ভারেও রয়েছে। যা গোপন করছে তারা। নইলে তারা OMR এর কপি দিল কী করে?পালটা সওয়ালে SSC-র আইনজীবী বলেন, SSCর কাছে কোনও OMR শিট নেই। গাজিয়াবাদে নাইসার সার্ভার থেকে উদ্ধার হওয়া OMR শিটের প্রতিলিপি SSCকে দিয়েছিল সিবিআই. সেই ওএমআর শিটই দেওয়া হয়েছে ওই প্রার্থীকে।যদিও এই OMR শিট কোথা থেকে SSC-র কাছে এল তার তদন্ত দাবি করেছেন বিকাশরঞ্জনবাবু।