লোকসভা ভোটে রাজ্যের সবার নজরে ছিল যে কেন্দ্র, সেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে ভোটে দাঁড় করিয়েছিল বিজেপি। ভোটের ফল প্রক𝕴াশের পক্ষকালের মধ্যে সেই অভিজিৎ দাস ববিকে দলবিরোধী কাজের অভিযোগে ‘সাময়িক বহিষ্কার’ করল বিজেপির রাজ্য নেতৃত্ব। দলীয় নেতৃত্বের এহেন পদক্ষেপে শোরগোল পড়ে গিয়েছে। অভিজিৎবাবুকে ৭ দিনের মধ্যে শো - কজ চিঠির জবাব দিতে বলা হয়েছে রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির তরফে। তবে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর দাবি, ‘আমি কোনও চিঠি পাইনি।’
আরও পড়ুন - তিনিই রেলের বিরু𓆏দ্ধে পুলিশে FIR করেছেন, জানেনই না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী
পড়তে থাকুন - দায়িত্ব বাড়ল শংকর ঘোষের, রইলেন না শুধু বিধায়ক
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ‘মঙ্গলবার অভিজিৎ দাস ববিকে দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে সাময়িক বহিষ্কারের চিঠি পাঠিয়েছেন বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য প্রতাপ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে জানানো হয়েছে, মঙ্গলবার ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির ♎আমতলা অফিসে যে বৈঠক ডাকা হয়েছিল তাতে হাজির হননি তিনি। অনুগামীদেরও সেখানে আসতে দেননি।🔯 উলটে দুষ্কৃতীদের পাঠিয়ে বৈঠক পণ্ড করার চেষ্টা করেছেন। শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে বহিষ্কার করেছেন বলে জানানো হয়েছে। যদিও অভিজিৎবাবু জানিয়েছেন, তিনি এরকম কোনও চিঠি পাননি।
মঙ্গলবার ডায়মন্ড হারবারে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। দলের আমতলা পার্টি অফিসে আশ্রয় নেওয়া আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক চলাকালীন বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন একদল নারী ও পুরুষ। বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন তাঁরা। এর পর সেখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় মাঝ রাস্তায় অভিজিৎ দাস ববির বাড়ির সামনে বিজেপি নেতাদের কনভয় থামানোর চেষ্টা করেন দলের কর্মীরাই। তাঁরা দাবি করেন, জেলা সভাপতি কোনও সহযোগিতা করছেন না। তাই আক্রান্ত হয়ে তাঁরা প্রার্থী অꦯভিজিৎ দাস ববির বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
তবে দলের অন্♒দরের এই কোন্দল যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভালো ভাবে নেয়নি তার প্রমাণ মেলে কয়েক ঘণ্টার মধ্যেই। ভোটের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে দলীয় প্রার্থীকে বহিষ্কার করে কড়া বার⭕্তা দিল দল।
আরও পড়ুন - ক🙈োচবিহারে BJP কর্ম⛦ীকে ২০ জন মিলে ধর্ষণ করেছে, FIR নিচ্ছে না পুলিশ: বিপ্লব দেব
ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ৭ লক্ষের বেশি ভোটে পরাজিত হয়েছেন অভিজিৎ দাস ববি। যা গোটা দেশে লোকসভা ভোটে জয়ের ব্যব꧂ধানে রেকর্ড।