সারদা মামলার তদন্তে রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে নিয়ে ফের জেরা করতে চায় সিবিআই। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে এমন আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তে সিবিআই–কে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য রাজীব কুমারকে বলেছে রাজ্য সরকার। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।যদিও ঠিক বিধানসভা নির্বাচনের আগে রাজীব কুমারকে নিয়ে সিবিআইয়ের এই তৎপরতার পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই দাবি রাজ্যের শাসকদলের। সেই প্রসঙ্গ টেনে এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘আমরা এর আগেও দেখেছি যে ভোটের আগে কোনও কোনও সময় সক্রিয় হয় সিবিআই। তবে তাদের তদন্তে বরাবরই সহযোগিতা করে আসছেন রাজীব কুমার। এবারও তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে বলা হয়েছে।’ তাঁর মতে, ‘এর পর যা হবে তা রাজীব কুমার এবং সিবিআইয়ের মধ্যেই থাকবে।’সুব্রত মুখোপাধ্যায় এদিন আরও বলেন, ‘সব সময়ই সিবিআইকে পূর্ণ সহযোগিতা করে আসছেন রাজীব। কিন্তুউ তার পরও হয়তো সিবিআই সন্তুষ্ট হয়নি। তাই তাঁকে হেফাজতে পেতে চাইছে। এটা এখন রাজীব কুমার ও সিবিআইয়ের ব্যাপার।’ উল্লেখ্য, আপাতত বড়দিন ও বর্ষবরণের ছুটি চলছে সুপ্রিম কোর্টে। কোর্ট খুললে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। যদিও তৃণমূল চায়, রাজ্য সরকারের একজন উচ্চপদস্থ আধিকারিক হিসেবে সিবিআই–কে তদন্তে সহযোগিতা করুক রাজীব কুমার।