আজ, তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই। কাতারে কাতারে ম🌸ানুষ ভিড় করেছেন শহর কলকাতার ধর্মতলার প্রাণকেন্দ্রে। আর এই হাইভোল্টেজ সমাবেশ হচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়ার পর। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাময়িক বিরতি নেন সংগঠন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আজকের সমাবেশে আবারও চেনা মেজাজেই ধরা দিলেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সাধারণ 𝔍মানুষকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি দলে নবীন এবং প্রবীণদের মধ্যে সামঞ্জস্য বিধান করার বার্তাও দিলেন অভিষেক।
এদিকে সংযত ও শৃঙ্খলাপরায়ণ কর্মী হতে হবে। যাঁরা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আরও বড় জয় এনে দেবেন। আর নবীন–প্রবীণ দুই শিবিরই দলের জন্য অপরিহার্য বলে বার্তা দেন অভিষেক দলের নেতাদের। তিনি বলেন, ‘যাঁরা নতু⛄ন, তাঁদের একুশে জুলাইয়ের ইতিহাস, তৃণমূলের 💃লড়াই এবং নেত্রীর লড়াই সম্পর্কে জানতে হবে। আর যাঁরা পুরনো রয়েছেন, তাঁদেরকেও নতুনদের সঙ্গে নিয়ে তৃণমূলকে শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে তা করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ–উদ্দীপনা তৃণমূলের একই বৃন্তে দু’টি কুসুম। ২০২৬ সালের ভোটে ২০২১ ও ২০২৪ সালের ভোটের ফলকে পেরিয়ে যেতে।’
অন্যদিকে দলীয় কর্মীদের কেমন করে চলতে হবে সেটাও বাতলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলাপরায়ণ হতে হবে বলে বার্তা দেন তিনি। তাঁর বক্তব্য, ‘তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। আমাদের কর্মীদের সংযত হতে হবে। কোনও রকম বাগ্বিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতাননি, মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছেন। তার কারণ, আপনার পাড়া আপনার এলাকায় ꧃আপনার মুখের দিকে তাকিয়ে সেই মানুষগুলো বিশ্বাস করেছেন। বিজেপির কর্মীদের বিশ্বাস করেননি। আমাদের সংযত থাকতে হবে। আগামী দিনে আমরা জিতব। এই শপথ নিয়ে আমাদের ২১ জুলাইয়ের মঞ্চ ছাড়তে হবে। আত্মতুষ্ট༺ির কোনও জায়গা নেই।’
আরও পড়ুন: ‘মদের পিছনেই ♊৪০ কোটি টাকা খরচ করেছে বিজেপি’, নির্বাচনের হিসাব দিলেন অভিষেক
এছাড়া ডায়মন্ডহারবারে তাঁকে জেতানোর জন্য জনগণকে ধন্যবাদ জানান অভিষেক। তবে লোকসভা নির্বাচনের জয় নিয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন, ‘আত্মতুষ্টির কোনও জায়গা নেই। যা কথা দিয়েছি, সব পালন করব।ꦆ আপনারা কথা দিচ্ছেন তো? ২০২৬ সালের ভোটে ২০২১ এবং ২০২৪ সালের ভোটের ফলকে ছাপিয়ে যেতে হবে। আমাদের কর্মীদের সংযত থাকতে হবে। এক দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। তার কারণ আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন।’