এটাই বোধহয় দীর্ঘতম তল্লাশি অভিযান। লোকসভা নির্বাচন আসতেই সক্রিয় হয়ে উঠেছে ইডি–সিবিআই–আয়কর দফতর। এই রাজ্যে তিন কেন্দ্রীয় সংস্থাই নেমে পড়েছে। মন্ত্রী থেকে মন্ত্রীর ভাই সবার বাড়িতে⛄ হানা দিচ্ছে তারা। সুতরাং নির্বাচনের প্রাক্কালে বাংলায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। এবার টানা ৭২ ঘণ্টার তল্লাশি অভিযান চলল খাস কলকাতায়। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতেই এই দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর। আজ, শনিবার সকালে সেখান থেকে চলে গেলেন আয়কর দফতরের কর্তারা। এরপর ইডি এলেও আশ্চর্যের কিছু নেই বলে মনে করছেন বিশ্বাস পরিবারের সদস্যরা।
এদিকে একুশের বিধানসভা নির্ব⭕াচনের পর তৃণমূল কংগ্রেসের বহু নেতা–মন্ত্রীকে গারদে পুড়েছে ইডি–সিবিআই। যদিও এখনও কাউকে দোষী সাব্যস্ত করা যায়নি। এবার শুরু হয়েছে বীরভূমে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়ে। তারপর আসা হয় স্বরপ বিশ্বাসের বাড়ি। টানা তিনদিন তল্লাশি চালাল আয়কর দফতর। শনিবার ভোরে বেরিয়ে গেলেন আয়কর দফতরের অফিসাররা। কিন্তু এই তিন দিন ধরে তল্লাশি চালিয়ে কী পেলেন তাঁরা? উঠছে প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘কী কারণে তল্লাশি করা হল সেই বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি। যা যা দেখতে চেয়েছেন অফিসাররা, জানতে চেয়েছেন সব জানানো হয়েছে এবং সহযোগিতা করেছি। আমার বাড়ি থেকে কোনও টাকা, কোনও গয়না বা কোনও কাগজ বাজেয়াপ্ত করা হয়নি।’
আরও পড়ুন: লাল ꦏরঙের🉐 ট্রলি ব্যাগ থেকে বেরিয়ে আসছে তাজা রক্ত, প্রৌঢ়ের দেহ উদ্ধার করল পুলিশ