লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমেছে। গোহারা হেরেছে বাংলায়। ১৮টি আসন থেকে একেবারে ১২টিতে নেমে গিয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের ২২টি থেকে বেড়ে হয়েছে ২৯টি আসন। সুতরাং বাংলায় বেশ চাপে আছেন বঙ্গ–বিজেপির নেতারা। আর তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সংবর্ধনা থেকে শুরু করে জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে চলেছে। আজ, রবিবার দেখা গেল দক্ষিণ কলকাতায় বেরিয়ে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন এবং গোলাপ দিচ্ছেন। মানুষ ভোট দেওয়ায় এবং তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করার কারণে এই উদ্যোগ ཧনিয়েছেন তিনি। আর এখান থেকেই বিজেপিকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ফিরহাদ।
আজ, রবিবার কলকাতায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। যেখানে চারজন সাংসদ এই রাজ্যে আসছেন ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে। সেখানে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ফিরহাদ হাকিম বলেন, ‘ভোট পরবর্তী হিংসা বাংলায় হয়নি। বিজেপি যেটা বলছে সেটা আসলে নাটক। নিজেদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। 𒈔তাই নিজেরা অপদার্থ সেটা ঢাকতেই ভোট পরবর্তী হিংসার কথা বলা হচ্ছে। যাতে 🔴তাঁদের হাইকমান্ডের কাছে মান–মর্যাদা থাকে। তৃণমূল কংগ্রেস শুরু থেকে বলে এসেছে বদলা নয় বদল চাই। ২০১১ সালে সিপিএমকে উৎখাত করার সময় আমাদের নেত্রী চাইলে বদলা নিতে পারতেন। কিন্তু কিছু ঘটেছে কোথাও? এমন ধরণের রাজনীতি আমরা করি না।’
আরও পড়ুন: পথ অবরোধ করে বসলেন কুলটির বিজেপি বিধꩲায়ক, আনলেন তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধিদল আসছে কেন? দক্ষিণ কলকাতা আসন জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস দলেꦚর প্রার্থী মালা রায়। আর তাই জয়ের আনন্দে সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে রবিবাসরীয় বেলায় গোলাপ হাতে বাড়ি বাড়ি পৌঁছে যেতে দেখা গিয়েছে ফিরহাদ হাকিমকে। ১০ জুলাই রাজ্য়ের চারটি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তার মধ্যে অন্যতম হল, মানিকতলা কেন্দ্র। যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। আর এই চার কেন্দ্রের উপনির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘কেন্দ্রীয় প্রতিনিধিদল এসে কোনও লাভ হবে না। কারণ যে কারণে আসছেন তাঁরা সেটা বাংলায় ঘটেইনি। বিজেপি মিথ্যে প্রচার করছে।🥂’