সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে পুলিশের ধাক্কায় গাড়ির বনেট থেকে পড়ে কোমরে ও পাঁজরে আঘাত লেগেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বুধবার সন্ধ্যায় কলকাতার অ্যাপলো হাসপাতালের চিকিৎসকদে꧟র সঙ্গে কথা বলে বেরিয়ে সংবাদমাধ্যমকে একথা জানালেন বিজেপির রাজ্যসভার প্রার্থী শমীক ভট্টাচার্য। তবে তৃণমূলের দাবি, পুলিশি বাধায় সন্দেশখালি যেতে ব্যর্থ হয়ে নজর ঘোরাতে অসুস্থতার নাটক করছেন সুকান্ত।
বুধবার উত্তর ২৪ পরগনার টাকিতে সকাল থেকে ছিল টান টান উত্তেজনা। সন্দেশখালি যাওয়ার জন্য মঙ্গলবার রাতেই সেখানে এক হোটেলে ঘাঁটি গেড়েছিলেন সুকান্তবাবুসহ বিজেপি নেতারা। তার পরই হোটেলটি চার দিক থেকে ঘিরে ফেলে পুলিশ। সোমবার সকালে বিজেপি নেতারা হোটেল থেকে বেরনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এর পর পিছনের♏ গেট দিয়ে বেরিয়ে ইছামতীর পাড়ে সরস্বতী পুজো করেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: ভারত–বাংলাদেশ স⛎ীমান্তে প্রাণহানি রুখতে ব্যবহার হবে কম বিপজ্জনক অস্ত্র
পুজো শেষে গাড়িতে উঠে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে সুকান্তবাবুকে বাধা দেয় পুলিশ। এর পর পুলিশের গাড়ির বনেটে উঠে আধিকারিকদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন সুকান🅺্ত। তখন সুকান্তবাবুকে টেনে নামানোর চেষ্টা করেন এক পুলিশকর্ম⛦ী। চলতে শুরু করে পুলিশের গাড়িটি। সেই সময় বনেট থেকে পড়ে জ্ঞান হারান সুকান্ত।
রাজ্য বিজেপি সভাপতি জ্ঞান হারানোর পর শুরু হয় নতুন নাটক। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অচেতন সুকান্তবাবু গাড়িতে তুললে তাঁকে নামাতে বাধ্য করে পুলিশ। এর পর পুলিশি পাহারায় সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। সেখান থেকে বিকেলে তাঁকে অ্যাপলো হাসপাতালে স্থানান্তর করা হয়⛦।
সুকান্তবাবুর অসুস্থতাকে কটাক্ষ করে তৃণমূলের প্রাক্তন হতে চলা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ওনার সাংসদ জীবন যে শেষ হতে চলেছে ত𓆏া সুকান্তবাবু বুঝে গেছেন। তাই অভিনয় জগতে নাম লেখাতে চাইছেন। কোথাও দেখা যায়নি যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। হঠাৎ কী করে উনি অসুস্থ হলেন? ওনার অভিনয় জীবনের সাফল্য কামনা করি’।
আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্♊ডে গ্রেফতার আরও ১,𓆉 এবার কে গেলেন শ্রীঘরে?
শান্তনু সেনের পালটা ♌অভিযোগ, ‘সুকান্ত মজুমদার বসিরহাটে হেলমেট ছাড়া মোটচরসাইকেল চালিয়েছেন। পুꦕলিশকে ইট মেরেছেন’।
তৃণমূল নেত্রী চিকিৎসক শশী পাঁজা বলেন, ‘আন্দোলন করার মতো শারীরিক সক্ষমতা নেই স🀅ুকান্তবাবুর। চিকিৎসক হিসাবে ওনাকে শরীরের যত্🧸ন নিতে বলব।’
ওদিকে 𒈔সুকান্তবাবুর ওপর পুলিশি হামলার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জাꦐয়গায় পথে নেমেছে বিজেপি।