'মিশন ২০২১'-তে ব্যাপক সাফল্য এসেছে। এবার লক্ষ্য ২০২৪ সাল। সেদিকে তাকিয়ে প্রত্যাশিত মতোই সর্বভারতীয় স্তরে গা-হাত-পা ঝেড়ে উঠে প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। প্রথম ঘুঁটি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদ🐻ক করা হল।
একমাসের মধ্যে জেলাস্তরে তৃণমূল সংগঠনে রদবদল : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় : একমাসের মধ্যে জেলাস্তরে ত🥃ৃণমূলের সংগঠনে 🍸রদবদল। পর্যালোচনা করে রিপোর্ট জমা পড়বে।
চারজন রাজ্য সম্পাদক তৃণমূলের : সুব্রত বক্সি
সুব্রত বক্সি : আশিষ চক্রবর্তী, অসীম ম🍸াজি, বেচারাম মান্না এবং প্রদ্যুৎ ঘোষ হয়েছেন রাজ🐭্য সম্পাদক।
মন্ত্রী বা বিধায়ক বা জেলা সভাপতি - যে কোনও একটি পদে : মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় : মন্ত্রী বা জেলা সভাপতি - যে কোনও একটি পদে থাকতে হবে। মানুষের কাজে🎃 গিয়ে কাজ করুন। স♎ামনে কোটাল আছে, সেদিকে নজর দিতে হবে।
দলবদলুদের বিষয়ে কোনও আলোচনা হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত মমতার : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় : দলবদলুদের বিষয়ে কোনও আলোচনা করা হয়নি। চ🌳ূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বℱন্দ্যোপাধ্যায়।
বাংলার বাইরে তৃণমূলের বিস্তারের জন্য কাজ করা হবে : পার্থ
পার্থ চট্🐠টোপাধ্যায় : বাংলার বাইরে তৃণমূলের বিস্তারের জন্য কাজ করা হবে। সাংসদরা কাজ চালিয়ে যাবেন।
মমতা বলেন, আমার দলটাই সবচেয়ে প্রিয়, দলীয় কর্মী হিসেবে ধন্য : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় :🌃 মমতা বলেন, আমার দলটাই সবচেয়ে প্রিয়। দলীয় কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করছি।
তৃণমূলের সাংস্কৃতিক সেলের প্রধান রাজ : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় : তৃণমূলের সাংস্কৃতিক সেলের হেরফের। রাজ চক্রবর্তী প্রধান হয়েছেꦫ।
সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী হলেন দোলা : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় : সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী হলেন দোলা সেไন। রাজ্যে শ্রমিক সংগঠনের সভাপতি হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য মহিলা তৃণমূলের সভাপতি হলেন কাকলি ঘোষ দস্তিদার। বঙ্গজননীর সভান🌺েত্রী হলেন মালা রায়।
সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক, 'এক ব্যক্তি, এক পদ' হবে : পার্থ
পার্থ চট্টোপাধ্যায় :ꦺ মমতা বন্দ্যোপাধ্যায় 'এক ব্যক্তি, এক পদ'-এর প্রস্তাব উত্থাপন তুলেছিলেন। তা পাশ হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। (সুব্রত বক্সির জায়গায় দায়িত্বে অভিষেক)।
তৃণমূলে ‘এক ব্যক্তি, এক পদ’ : মমতা
তৃণমূল সূত্রে খবর, দলে ‘এক ব্যক্তি, এক পদ’ থাকবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যꦉায়।
সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার নির্দেশ মমতার : সূত্র
তৃণমূল সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলটো-পালটা মন্তব্য করা থে❀কে বিরত থাকার নির্দেশ মমতার।
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হচ্ছেন কুণাল ঘোষ : সূত্র
তৃণমূল সূত্রে খবর, রাজ্য তৃণমূলের সাধ𒁏ারণ সম্পাদক হচ্ছেন কুণাল ঘোষ।
দলবদলুদের ভাগ্য এখনও ঝুলে রইল, তৃণমূলের বৈঠকের পর জানালেন কাকলি
কাকল🀅ি ঘোষ দস্তিদার : দলবদলুদের নিয়ে কোনও আলোচনা হয়নি। কোনও সিদ্ধান্ত নেওয়া হ💙য়নি।
স্বচ্ছতার সঙ্গে সরকারি প্রকল্পের বাস্তবায়ন করতে হবে, জানিয়েছেন মমতা
তৃণমূল সূত্রে খবর, মমতা সাফ জানিয়েছেন, দুয়ারে ত্রাণে যেন দুর্নীতির অভিযোগ না ওঠে। দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনও অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়াꦦ হবে। স্বচ্ছতার সঙ্গে সরকারি প্রকল্পের বাস্তবায়নের নির্দেশ দেন মমতা।
দলের নির্দেশ মতো কাজ করার আপ্রাণ চেষ্টা করব : কাকলি
কাকলি ঘোষ দ🌞স্তিদার : দলের নির্দেশ মতো কাজ করার আপ্রাণ চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে🐼ন, সেই উন্নয়ন প্রত্যেক মহিলার কাছে পৌঁছে দেব।
বৈঠক শেষ তৃণমূলের, বেরিয়ে যাচ্ছেন মমতা
বৈঠক শেষ তৃণমূলে🐲র। বেরিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
৯ জেলার সভাপতি পদে বদল মমতার, উত্তরবঙ্গে বাড়তি জোর : সূত্র
তৃণমূল সূত্র খবর, ন'টি জেলার সভাপতি পরিবর্🦂তন করা হচ্ছে। বড়সড় রদবদল হচ্ছে।
সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী হলেন কাকলি ঘোষ দস্তিদার
তৃণমূল সূত্র খবর, তৃণমূলের সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল। সর্বভারতীয় মহিল♏া তৃণমূলের সভানেত্রী হলেন কাকলি ঘ🤡োষ দস্তিদার। আগেও তিনি সেই পদে ছিলেন। কিষান সংগঠনের রাজ্য সভাপতি হলেন পূর্ণেন্দু বসু।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক, যুব সভানেত্রী হচ্ছেন সায়নী ঘোষ
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক, যুব সভানেত্রী হচ্ছেন সায়নী ঘোষ – আরও পড়ুন।
কথায় কথায় লাল বাতির গাড়ি নয়, রাখতে হবে স্বচ্ছ ভাবমূর্তি : মমতা
তৃণমূল সূত্রে খবর, ওয়ার্কিং কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে। কথাꦅয় কথায় লাল🦹 বাতির গাড়ি ব্যবহার করা যাবে না। মন্ত্রীদের লাল বাতি ব্যবহার নয়। কয়লা, বালি পাচারের মতো বিষয়ে যেন কারও নাম জড়িযে যায়।
জাতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হচ্ছেন অভিষেক : সূত্র
তৃণমূল সূত্রে খবর, অ𓃲ভিষেক বন্দ্যোপাধ্যায়কে জাতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ 🍬সম্পাদক পদে আনা হচ্ছে।
উত্তরবঙ্গে বিশেষ নজর তৃণমূলের : সূত্র
তৃণমূল সূত্রে খবর, দলের সংগঠনকে জোরদার করতে একাধিক অংশে ভাগꦿ করা হচ্ছে। উত্তরবঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে ২০১৯ এবং ২০২১ সালে ফল ভালো না হওয়ায় বিশেষ নজর।
সর্বভারতীয় স্তরে পদ পাচ্ছেন অভিষেক, যুব তৃণমূলের মুখ সম্ভবত সায়নী
তৃণমূল সূত্রে খবর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে গুরুত্ব বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যুব তৃণমূলের সভাপতি পদে নয়া মুখ আসতে চলেছে। সম্ভবত সায়নী ঘোষকে আনা হচ্ছ💃🔥ে।
তৃণমূলের বৈঠকে ২০২৪ সালের লোকসভা ভোটের রুটম্যাপ তৈরি করা হতে পারে : সূত্র
সূত্রের খবর, দু'দফার সেই বৈঠকে ২০২৪ সালের লোকসভা ভোটের রুটম্যাপ তৈরি করা হতে পারে। বিশেষত এবার বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পাওয়ার পর মমতাকেই নরেন্দ্র মোদী-বিরোধী মুখ হিসেবে তুল♚ে ধরার চেষ্টা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে আরও প্রাসঙ্গিক করে তোলার জন্য একাধিক সিদ্ধান্ত নিতে পারেন মমতারা। কীভাবে বাংলার গণ্ডি ছাড়িয়ে অন্যান্য রাজ্যেও সংগঠন ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে পারেন তৃণমূলের প্রথমসারির নেতারা। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করা হতে পারে। যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় স্তরে মুখ করারও কানাঘুষো শোনা যাচ্ছে।
নয়া আঙ্গিকে তৃণমূলের বৈঠক
করোনাভাইরাসের জেরে এমনিতেই এবার নয়া আঙ্গিকে তৃণমূলের বৈঠক হতে চলেছে। প্রথমে দুপুর দুটো থেকে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক আছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়♏, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষনেতারা হাজির থাকবেন। সেই বৈঠকের পর দুপুর তিনটে থেকে বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। সেখানে রাজ্যের সব জেলার সভাপতি, রাজ্যসভা-লোকসভার সাংসদ, বিধায়ক, মন্ত্রী, পুরসভার চেয়ারম্যানদের হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, করোনা পরিস্থিতির দূরের জেলার প্রতিনিধিদের সশরীরে হাজির থাকতে বারণ করেছে তৃণমূল। শুধু দুই ২৪ পরগনা এবং হাওড়ার প্রতিনিধিদের আসতে বলা হয়েছে। তবে যেꦬ সব এলাকা ঘূর্ণিঝড় ইয়াস এলং ভরা কোটালের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিদের তৃণমূল ভবনে না আসার নির্দেশ গিয়েছে।
তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছেন মমতা, শুরু ওয়ার্কিং কমিটির বৈঠক
তৃণমূল কংগ্রেস ভবনে পৌঁছে গিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে ওয়া✅র্কিং কমিটির বৈঠক। তাতে ১৮ জন সদস্য আছেন।