শিক্ষা দফতরে নানা দুর্নীতি হয়েছে বলে অভিযো𝔍গ। এই অভিযোগে এখন তৎকালিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে। দুই উপদেষ্টা সিবিআই হেফাজতে। তার মধ্যেই নিয়ম ভেঙে বদলি নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সিঙ্গল বেঞ্চ এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এবার সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। তাই ৪ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে। এটাই নয়া মোড়।
বিষয়টি ঠিক কী ঘটেছে? আদালত সূত্রে খবর, ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যালয়ের সহ–শিক্ষিকা হিসেবে যোগ দেন শান্তা মণ্ডল। ২০১৯ সালে তিনি প্রধান শিক্ষিকার পদে প▨রীক্ষা দেন। তারপর তিনি বীরপাড়া গার্লস স্কুলে যোগ দেওয়ার সুপারিশপত্র পান। ঠিক তার এক বছরের মধ্যে তিনি শিলিগুড়ি অমিয়পাল চৌধুরী স্কুলে যোগ দেওয়ার সুপারিশ পান। সেই সুপারিশ এড়িয়ে আগে যেখানে সহ–শিক্ষিকা হিসেবে ছিলেন সেখানে যোগ দেওয়ার চেষ্টা করেন। স্কুল সার্ভিস কমিশন তাঁকে নিয়োগও করে।
তারপর ঠিক কী ঘটল? এই ঘটনা প্রকাশ্য♒ে আসতে শিলিগুড়ি স্কুলের শিক্ষক প্রসূনসুন্দর তরফদার কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে মামলা করেন। কোন পদ্ধতিতে চাকরির মেয়াদ ৫ বছর হওয়ার আগেই এতবার বদলি? কলকাতা হাইকোর্টের জলপাইগু👍ড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে ছিল এই মামলা। সেখানে তিনিই সিবিআই তদন্তের নির্দেশ দেন। আর 🍎তিনি শান্তা মণ্ডলকে নির্দেশ দেন বীরপাড়া গার্লস স্কুলে যোগ দিতে।