আরজি কর কাণ্ডে প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে ফের তৃণমূলের কোপের মুখে প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে তাঁর অপসারণ চেয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছেন কাউন্সিলের সভাপতি তৃণমূলেরই বিধায়ক সুদীপ্ত রায়। শান্তনু সেনের বদলে রাজ্য সরকারকে অন্য কোনও প্রতিনিধির নাম সুপারিশ করতে অনুরোধ 🌜করেছেন তিনি। ওদিকে নাম না করে আদালতে শান্তনু সেনের বিরুদ্ধে সিবিআই তদন্তে দাবি করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তবে কি শান্তনু সেনের সঙ্গে তৃণমূলের বিচ্ছেদ আসন্ন।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডে নয়া সূত্রের খোঁজে CBI, তলব এক পু🥃লিশ অফিসারকে, তদন্ত এবার কোন পথে?
পড়তে থাকুন - কসবা কাণ্ডের তদন্তে নয়া মোড়, সুশান্ত 'খুনের ছক' কষেছিল 🌟জেল ফেরত এক খুনের আসামি!
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রাজ্য সরকার মনোনীত সদস্য হিসাবে রয়েছেন শান্তনু সেন। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে লেখা চিঠিতে সুদীপ্ত রায় জানিয়েছেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ৬টি বৈঠকে টানা অনুপস্থিত ছিলেন শান্তনু সেন। মেডিক্যাল কাউন্সিলের আইন অনুসারে কোনও সদস্য পর পর ৩টি বৈঠকে অনুপস্থিত থাকলে তাঁর সদসﷺ্যপদ খারিজ হয়ে যায়। তাই শান্তনু সে𝔍ন আর মেডিক্যাল কাউন্সিলের সদস্য নেই বলে ধরে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকার যেন বিকল্প কারও নাম সুপারিশ করে।
সুদীপ্ত রায়ের এই চিঠি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া💮 দেননি শান্তনু সেন। তবে ঘনি𝓡ষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বৈঠকে অনুপস্থিত থাকার জন্য আজ পর্যন্ত কারও মেডিক্যাল কাউন্সিলের সদস্যপদ চলে গিয়েছে একথা তাঁর জানা নেই। বলে রাখি, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতির পদেও ছিলেন শান্তনুবাবু।
আরও পড়ুন - ‘হিন্দুরা সংখ্𒉰যায় কম হলে কী হতে পারে তার ব🔜েলডাঙা তার প্রকৃষ্ঠ উদাহরণ’
ওদিকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে থ্রেট কালচারের অভিযোগ নিয়ে শুনানিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, থ্রেট কালচারের অভিযোগ নিয়ে স🍌িবিআই তদন্ত হলে আরজি কর মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির প্রাক্তন সভাপতির বিরুদ্ধেও একই তদন্ত হওয়া উচিত। এরই মধ্যে ডায়মন্ড হারবারে চিকিৎসকদের সম্মেলনের আহ্বায়ক হিসাবে নাম দেখা যায় শান্তনু সে🐭নের। তবে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাঁকে সেই আয়োজন থেকে ব্রাত্য করা হয়েছে বলে জানা গিয়েছে।