তিলজলায় শিশুকন্যা হত্যার ঘটনায় এলাকায় হিংসার ঘটনা ঘটেছিল। সেই হিংসার ঘটনায় বিজেপির যোগসাজশ পেয়েছে পুলিশ। বন্ডেল গেট উড়ালপুলে পুলিশের গাড়িতে আগুন, রেল অবরোধ থেকে শুরু করে তিলজলা থানার গেট ভাঙচুর সবক’টি ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিজেপি নেতার বিরুদ্ধে। তাই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে𓆏ছে তিলজলা থানা। এই দুই বিজেপি নেতা ঘটনাস্🐟থলে উপস্থিত থেকে ভাঙচুর–অগ্নিসংযোগে মদত দিয়েছে বলে পুলিশের দাবি। এমনকী সেই সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের।
কারা দুই বিজেপি নেতা? কলকাতা পুলিশ সূত্রে খবর, মুকুন্দ ঝা এবং সরোজ পণ্ডি🅺ত নামে ওই দু’জন বিজেপি নেতা ঘটনাস্থলে ছিল। তাঁদের উপস𝕴্থিতির প্রত্যক্ষ প্রমাণ রয়েছে তাদের হাতে। আবার সশরীরে উপস্থিত না থাকলেও যাবতীয় অশান্তি পাকানোর ক্ষেত্রে কসবার আর এক বিজেপি নেতার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। সোমবারের হিংসাত্মক ঘটনার তদন্তে নেমে এলাকার নানা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে একাধিক ফুটেজ থেকে ওই দুই নেতার ঘটনাস্থলে উপস্থিতির ছবি ধরা পড়েছে।
আর কী জানা যাচ্ছে? পুলিশের একাংশের দাবি, রাষ্ট্ﷺরপতি দ্রৌপদী মুর্মুর সফরের দিন অশান্তি করে প্রশাসন এবং রাজ্য সরকারের বদনাম করা🐼র পরিকল্পনা হয়েছিল। শিয়ালদহ দক্ষিণ শাখা👍য় রেল꧃ অবরোধ করে একটা অচলাবস্থা তৈরির চেষ্টা হয়েছিল। বন্ডেল গেট উড়ালপুলে অবরোধের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। আর হিংসাত্মক সেই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে বিজেপির সর্বভারতীয় নেতা যেভাবে তৎপরতা দেখিয়েছেন, তাতে এই অভিসন্ধি সামনে এসেছে বলে দাবি তাদের।