বিজেপি–র দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এন্টালি। এলাকায় কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। যদিও হতাহতের কোনও খবর নেই। শুক্রবার এ ঘটনায় দুই জখম ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রায় ৩০ জন বিজেপি সমর্থকদের এক দল তাদের দলেরই স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। সেখানে থাকা একজনকে মারধর করারও অভিযোগ উঠেছে। হামলকারীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাদের দলের এক কর্মীর গায়ে হাত তোলার দায়ে এদিন মারধর করা হয়েছে ওই ব্যক্তিকে। এর থেকেই বিজেপি–র দুই গোষ্ঠীর মধ্যে সঙ্ঘর্ষ শুরু হয়।সঙ্ঘর্ষের সময় দুই রাউন্ড গুলিও চলে। যদিও গুলিতে কেউ জখম হয়নি। পুলিশের একটি দল সেখানে পৌঁছে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃতদের নাম নারায়ণ চক্রবর্তী ও তার সঙ্গী অক্ষয় রানা। এ ঘটনায় অস্ত্র আইন–সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ।