পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন এক ব্যক্তি। পরিবারের সদস্যরা চিকিৎসককে জানিয়েছিলেন, বেশ কিছু দিন ধরেই খাবার খেতে গিয়ে তাঁর সমস্যা হচ্ছে। পরীক্ষা করতে গিয়ে চমকে যান চিকিৎসকরা। দেখা যায়✃ খাদ্যনালীতে আটকে রয়েছে দুটি ১০০ টাকার নোট। অবশেষে ওই ব্যক্তির খাদ্যনালী থেকে নোট দুটি বের করলেন꧙ চিকিৎসকরা। আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ৫৭ বছর বয়সি ওই ব্যক্তির খাদ্যনালী থেকে ১০০ টাকার নোট বের করেন।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই রোগীর দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যাꦡ রয়েছে। তবে খাবার খেতে গিয়ে তার সমস্যা হচ্ছে প্রায় দেড় মাস ধরে। পেটে ব্যথ🎃া হচ্ছিল তার। প্রথমে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু, সেখানে সমস্যার সমাধান না হওয়ায় গত ১ মার্চ তাঁকে নিয়ে আসা হয় আরজিকর মেডিক্যাল কলেজে। সেখানে ভরতি করা হয় মেডিসিন বিভাগে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে। তারপরেও সমস্যার সমাধান না হওয♑়ায় ওই রোগীকে পাঠানো হয় গ্যস্ট্রো এন্টারোলজি বিভাগে। চিকিৎসকরা পরীক্ষা করার পর জানতে পারেন, ওই ব্যক্তির খাদ্যনালীতে ১০০ টাকার নোট আটকে রয়েছে। ওই রোগীর নাম শহিদ আজিজ। গত দেড় মাস ধরে খাবার খেতে গিয়ে তাঁর সমস্যা হচ্ছে। বিষয়টি জানার পর হতবাক হয়ে যান রোগীর পরিবারের সদস্যরা। তাদের ধারণাই ছিল না যে রোগী এরকম কাণ্ড করতে পারে। শেষ পর্যন্ত চিকিৎসকরা এন্ড্রোস্কপিক পদ্ধতির সাহায্যে রোগীর খাদ্যনালী থেকে নোট দুটি বের করার সিদ্ধান্ত নেন।