বিধানসভার গেট পেরিয়ে এখন এগোতে গেলেই ছুটে আসছেন পুলিশ অফিসাররা। গাড়ি দাঁড় করিয়ে খতিয়ে দেখা হচ্ছে নির্দিষ্ট স্টিকার আছে কি না। স্টিকার যদি না থাকে 💦তাহলে ছাড় পাবে না খোদ বিধায়কদের গাড়িও। এমনকী বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়ের গাড়িও ছাড় পেল না। আজ, সোমবার💞 স্পিকারের গাড়ি প্রবেশ করার সময় আটকে রেখে চলল তল্লাশি। এই দৃশ্য দেখে টানটান উত্তেজনা শুরু হয়েছে। বিধানসভা সূত্রে খবর, ২০২৩ সালের ডিসেম্বর মাসে লোকসভায় স্মোক বম্ব নিয়ে হামলা হয়। তার পরই বিধানসভার নিরাপত্তা বাড়ানো হয়। এবার সেই নিরাপত্তার ছবিই দেখা গেল বিধানসভার চত্বরে।
এদিকে বিধায়ক এবং সংশ্লিষ্ট বিভাগের অফিসার ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিধায়কদের পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে। বাজেট অধিবেশন নিয়ে বিধানসভায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিধায়কদের সঙ্গে কেউ এলে তাঁদের অন্য গেট দিয়ে পাস দেখিয়ে ঢুকতে হচ্ছে। ভিজি🌌টারসদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিধানসভায় ঢুকছে এমন সব গাড়িকে স্ক্যান করা হচ্ছে। পুলিশের নিরাপত্তা আগের তুলনায় অনেকটা বাড়ানো হয়েছে। তবে সংসদের ঘটনার পর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় নবান্ন।
অন্যদিকে প্রত্যেকটি গাড়ি পরীক্ষা করেই ছাড়া হচ্ছে। আর সমস্ত গাড়িতে স্টিকার লাগানো বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে। স্টিকার না থাকলে, বিধায়কের গাড়িও ভিতরে প্রবেশ করার অনুমতি মিলবে না। আজ, সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। এছাড়া এখন থেকে𝔉 বিধা🦂নসভায় সারা বছরের জন্য মোতায়েন করা হয়েছে একজন ওসি পদমর্যাদার অফিসারকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, নিরাপত্তার সঙ্গে কোনও আপোষ করা হবে না। গত বিধানসভা অধিবেশনে এক আগন্তুক বিধানসভার পাঁচিল টপকে ঢুকে পড়ে। সেই ব্যক্তির দাবি ছিল, তাঁকে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছেন। যদিও কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
আরও পড়ুন: শিশুদের চিকিৎসা খাতের টাকাও বন্ধ করল মোদী সরকꩵার, বাংলার প্রাপ্য নিয়ে বঞ্চনা নয়াদিল্লির
এছাড়া সংসদে স্মোক ক্যান নিয়ে হামলা ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনে কিছু যুবক ঢুকে 💝পড়ে। সভার মাঝেই ‘রং স্প্রে’ করে, স্লোগান দিতে থাকে কিছু যুবক। লোকসভার অধিবেশন তখন থামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত–সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে নতুন বজ্রআঁটুনির সংসদ ভবনে এই হামলার ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল। সংসদ হামলার ঘটনার কথা ভেবেই এবার রাজ্য বিধানসভায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বল🧸ে খবর।