সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। এই বিলটি এখন সংসদের যৌথ কমিটির কাছে আছে। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা যৌথ কমিটির। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে শুরু থেকেই ওয়াকফ সংশোধনী বিলটির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা চরমে উঠেছিল। আর কেন্দ্রের এই বিলটির পাল্টা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার। ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলা বিধানসভার শীতকালীন অধিবেশনে রাজ্য সরকার ওয়াকফ নিয়ে একটি বিল পেশ করবে এবং সেটা পাশ করানো হবে। এই খবর প্রকাশ্যে আসতেই ওই বিলে কী আছ💎ে সেটা জান𝕴তে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক।
এই ওয়াকফ বিল নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল নিয়ে সংখ্যালঘুদের মধ্যে প্রচা করছে তৃণমূল কংগ্রেস। প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভায় দলের মুখ্য সচেতন নাদিমুল হক এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে🌌। আর বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে সূত্রের খবর। কিন্তু পরে বিধানসভা সূত্রে খবর, প্রস্তাব নয় একেবারে একটি বিল পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিল নিয়ে বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দফতরের মধ্যে আলোচনা চলছে।
আরও পড়ুন: চোখের জল ফেললেন প্রদেশ কংগ্রেস সভাপতি, বৈঠক ডাকা হলেও এলেন না শীর্ষ নেতারা
ওই বিল নিয়ে আলোচনার বিষয়বস্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। আর এই বিলের খবর জানাজানি হতেই কলকাতার কেন্দ্রীয় গোয়েন্দা দফতর বিষয়টি নয়াদিল্লিকে জানিয়ে দেয়। তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই বিলের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলা বিলের চূড়ান্ত বয়ান জানতে চেয়েছে শাহের মন্ত্রক বলে সূত্রের খবর। এমনকী মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের জন্য কী কী ঘোষণা করবেন? মুখ্যমন্ত্রী কি ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে যাবেন? এই সব প্রশ্নের উত্তর জানতে চায় শাহের মন্ত্রক।