আজ, শনিবার বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে। সেখানে👍 দেখা যাচ্ছে, শুরু থেকেই ৬টি কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনকী গত বিধানসভা নির্বাচনে যে মাদারিহাট থেকে🅺 বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল, সেই মাদারিহাটে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ১৭ হাজার ৯৭৮ বেশি ভোটে এগিয়ে। উপনির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছিলেন, ফলাফল ৬–০ হবে। সেটা বিরোধীরা যেন মিলিয়ে নেয়। এখনও পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে সেই ভবিষ্যদ্বাণী মিলতে চলেছে। এই আবহে কড়া ফেসবুক পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা তথা আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।
এদিকে এই পরিস্থিতিতে ছয় বিধানসভা কেন্দ্রেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। হাড়োয়া বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে, বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। ইতিমধ্যেই সব বিধানসভাগুলিতে ভোট গণনা কেন্দ্রের বাইরে ভিড় বাড়ছে তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকদের মধ্যে। তালডাংরায় এখনই শুরু হয়ে গিয়েছে বিজয়ের প্রস্তুতি। কারণ বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দ্বিতীয় রাউন্ড শেষে ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তাই দেবাংশু বিরোধীদের উদ্দেশ্যে খোঁচা দিয়েছেন।
অন্যদিকে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা চতুর্থ রাউন্ড শেষে ১১ হাজার ৩৯৮ ভোটে এগিয়ে গিয়েছেন। নৈহাটিতে ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী ২৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন। কোচবিহারের সিতাইয়ে অষ্টম রাউন্ড শেষে ৮৪ হাজার ৫৪ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর হাড়োয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম পঞ൩্চম রাউন্ড গণনা শেষে ৫২ হাজার ৫৯৭ ভোটে এগিয়ে আছে𒀰ন। পোস্টাল ব্যালট থেকে শুরু করে ইভিএম গণনা পর্যন্ত দাপট দেখা যাচ্ছে ঘাসফুলের।
আরও পড়ুন: উপনির্বাচনের ৬টি আসনেই এগিয়ে তৃণমূল কংগ্রেস, কোথায় হতে পারে জামানত জব্দ?
এছাড়া হাড়োয়া এবং সিতাই বিধানসভা কেন্দ্রে যে পরিমাণ ভোট টানছে তৃণমূল কংগ্রেস তাতে এখানে সব বিরোধীদেরই জামানত জব্দ হতে চলেছে। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা পঞ্চম রাউন্ড শেষে ১৩ হাজার ৭১৬ ভোটে এগিয়ে গেলেন। আরজি কর হাসপাতালের ঘটনার পর অনেকে ধরে নিয়েছিলেন এবার তৃণমূল কংগ্রেস কুপোকাত হবে। কিন্তু ওই ঘটনার কোনও প্রভাব পড়ল না বলেই দেখা যাচ্ছে ফলাফলে। তাই ফেসবুক পোস্টে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, ‘স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। ৬/৬।’ অর্থাৎ পুরো ফলাফল প্রকাশ হওয়ার আগেই ৬টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জিতছে জানিয়ে দ🍸িলেন তিনি।