গতকাল নরেন্দ্র মোদীকে ধর্ষণ ইস্যুতে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বেশ কয়েকদিন পর ফের মুখ খুলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধর্ষণ ইস্যুতে সমাধানসূত্র বের করার বার্তা দিয়েছিলেন তিনি। মোদীকে লেখা মমতার চিঠিতেও যেন সেই সুরেরই প্রতিফলন ঘটেছিল। এই সবের মধ্যেই বৃহস্পতি রাতে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আগামী ২৮ অগস্ট অনুষ্ঠিত হতে চলেছে ক্যাবিনেট বৈঠক। উল্লেখ্য, সেদিনটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই আবহে অভিষেক সেদিন কোনও বার্তা দেবেন কি না, তা নিয়ে জল্পনা আছে। আর অভিষেক কোনও বার্তা দিলে, সেটার প্রভাব বিকেলের ক্যাবিনেট বৈঠকে পড়বে কি না, তা নিয়েও জল্পনা আছে। (আরও পড়ুন: আরজি কর মামলায় সুপ্রিম আর্জিতেও অটল চিকিৎসকরা, আজ CBI দফতরে যাওয়ার বড় ♑সিদ্ধান্ত)
আরও পড়ুন: আরজি কর ক𒐪াণ্ডের প্রতিবাদে পথে নামা পড়ুয়া-শিক্ষকদের 'বাধা', আঙুল TMC-র দিকে
আরও পড়ুন: আরজি কর ইস্যুতে ২ স্কুলের মিছিল🃏ে 'না' পুলিশের, চিঠি সুপ্ಌরিম ও হাই কোর্টে
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় গ্রফতার হতেই এনকাউন্টারের বিধান আনার দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারের তৎপরতার প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর গলায়। তবে এরপর থেকে সরকারের পদক্ষেপে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন বলে দাবি করা হচ্ছিল বিভিন্ন মিডিয়া রিপোর্টে। এদিকে দাবি করা হয়, অসন্তুষ্টির কারণেই তাঁর অফিসের তরফ থেকে দলের মিডিয়া দেখভালের কাজ ছেড়ে দেওয়া হয়েছে। এই সবের মাঝে গতকাল ফের একবার মুখ খোলেন অভিষেক বন্দ্যোপধ্যায়। একটি দীর্ঘ পোস্টে ভারতকে 'জেগে ওঠার' বার্তা দেন অভিষেক। উল্লেখ্য, এর আগে আনন্দবাজারের রিপোর্টে দাবি করা হয়েছিল, আরজি কর নিয়ে রাজ্যের🎉 একাধিক পদক্ষেপ ভুল বলে মনে করছেন অভিষেক। এই কারণেই আরজি কর কাণ্ডে দলের যে কর্মসূচি, তা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিষেক। তাঁর নীরবতা ভাঙাতে আসরে নামেন কুণাল ঘোষ। তবে তাতেও কিছুই বলছিলেন না অভিষেক। তবে গতকাল তিনি মুখ খোলার পর দলের অন্দরে কিছুটা স্বস্তি ফিরেছে। এদিকে অভিষেক যেই সুরে বার্তা দিয়েছিলেন, তারই প্রতিফলন দেখা গিয়েছিল মোদীকে লেখা মমতার চিঠিতে।