আর একদিন পরই বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর তার প্রাক্কালে উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতানোর আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার দুপুরে তিনদিনের দার্জিলিং সফরে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তখনই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের💟 ভোট দেওয়ার আর্জি জানালেন মুখ্যমন𒅌্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচন নিয়ে তিনি বিশেষ বার্তাও দেন। আজ সন্ধ্যে ৬টায় প্রচার শেষ হবে।
এই প্রচার শেষের আগে মুখ্যমন্ত্রীর আবেদন বেশ তাৎপর্যপূর্ণ। কলকাত🦹া বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি নয়, ভোট দিন তৃণমূল কংগ্রেসকেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার জনতাকে ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের সঙ্গে থেকেছেন। এই উপনির্বাচনেও তাঁদের জেতান। উন্নয়নের কাজ আরও হবে। যাঁরা ইতিমধ্যেই বিধায়ক, সাংসদ আছেন, তাঁরা তো কাজ করছেনই। এবার নতুনদের হাত ধরে আরও ভালভাবে কাজ হবে। সরকার সবসময় আপনাদের সঙ্গে আছে। ৩৬৫ দিন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। এই কথা দিচ্ছি। তাই দয়া করে ভোটটা আপনারা তৃণমূল কংগ্রেসকে দেবেন। তাতে আপনাদের এলাকার কাজ আরও তরান্বিত হবে।’
আরও পড়ুন: দমদম–দক্ষিণেশ্বরের মধ্যে থমকে গেল মেট্রো পরিষেবা, তুমুল আলোড়ন, চিৎকার যাত্রীদের
আগামী ১৩ নভেম্বর বাংলার ৬টি কেন্দ্রে উপনির্বাচন আছে। আর ২৩ নভেম্বর ফলাফল প্রকাশ হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘সিতাই, মাদা🌼রিহাট, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালড্যাংরায় ১৩ তারিখ উপনির্বাচন। সিতাইয়ে সঙ্গীতা, মাদারিহাটে জয়প্রকাশ, মেদিনীপুরে সুজয়, নৈহাটিতে সনৎ, হাড়োয়ায় রবিউল আর তালড্যাংরায় ফাল্গুনী সিংহবাবু লড়ছে আমাদের দলের। ওঁরা সবাই খেটেছে। আমি সকল মা–বোনকে বলতে চাই, আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সবসময়ে আমাদের উপর ভরসা রেখেছেন। এবারও প্রার্থীদের জেতান।’