একসময় মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য সরকারি চাকরি থেকে শুরু করে নানারকম আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল। সেই সূত্র ধরেই আত্মসমর্পণকারী বহু মাওবাদীদের চাকরি দিয়েছে সরকার। তাদের অনেকেই এখন রাজ্✤য সরকারের এনভিএফ, হোমগার্ড থেকে শুরু করে বিভিন্ন পদে কর্মরত। সোমবার রাজ্য মন্ত্রিসভা আরও ২৪ জন মাওবাদী এবং কেএলও জঙ্গিকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিভিন্ন পদে চাকরি দেওয়া হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
🐼যে ২৪ জনকে চাকরি দেওয়া হবে তার মধ্যে ২২ জন প্♑রাক্তন মাওবাদী। একসময় তারা ঝাড়গ্রামে মাওবাদী হিসেবে পরিচিত ছিলেন। তবে বর্তমানে তারা আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসতে চাইছেন। ওই ২২ জন মাওবাদীকে বিশেষ হোম গার্ড হিসাবে পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে৷ ২ জন প্রাক্তন কেএলও জঙ্✱গি, যারা মূল স্রোতে ফিরে আসতে চান তাদের বিশেষ হোম গার্ড হিসাবে চাকরি দেওয়া হবে এবং আইন বলবৎ করতে পুলিশকে সাহায্য করবে। তবে যদি তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকে তাহলে তাদের নিয়োগ প্রক্রিয়া কিছুটা দেরি হতে পারে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। প্রসঙ্গত, গত তিন বছরে আত্মসমর্পণকারী প্রায় ১,৮০০ জন মাওবাদীকে বিশেষ হোম গার্ড হিসাবে নিয়োগ করা হয়েছে। এর মধ্য🎉ে কয়েকজনকে বনরক্ষী হিসেবেও নিয়োগ করা হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে মোট ৩ হাজার পদে নিয়োগের অনুমোদন মিলেছে। তার মধ্যে রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিতে ১,৭৩৯ জন সহ-শিক্ষকের পদে নিয়োগ করা, গ😼্রামীণ গ্রন্থাগারে ৭২৯ জন গ্রন্থগারিক নিয়োগ করার বিষয়টি। সেই সঙ্গে রাজ্যের কৃষি দফতরে ১২২টি নতুন পদ সৃষ্টির ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এর পাশাপাশি জানা গিয়েছে কলিম্পিংয়ের আলগারায় দুটি একলব্য মডেল আবাসিক স্কুল তৈরি করা হবে। তার জন্য শিক্ষক-অশিক্ষক মিলিয়ে ৭৪টি নতুন পদ সৃষ্টি করা হবে। সেই ছাড়পত্রও মিলেছে এদিনের বৈঠকে। আবার সমবায় দফতর কালিম্পং এবং ঝাড়গ্রাম জেলায় ৪৪টি বিভিন্ন পদে নিয়োগের অনুমোদন চেয়েছিল। সেই অনুমোদনও দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এছাড়াও, ঝাড়গ্রাম মাওবাদীদের হাতে নিহত ব্যক্তিদের পরিবারের ২২ জনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ম⛎ন্ত্রিসভা।