ফের আন্দোলনরত চিকিৎসকদের চিঠি রাজ্যের মুখ্যসচিবের। আজ বিকেল পৌনে ৫টার আগে সেই বৈঠকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে আন্দোলনকারীদের। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মুখ্যসচিব। তবে দাবি অনুযায়ী, বৈঠকের লাইভ স্ট্রিমিং সম্ভব না বলে জানিয়েছে নবান্ন। তবে বৈঠকটি ভিডিয়ো রেকর্ড করে রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে ডাক্তারদের ২৬ জন প্রতিনিধির দাবিটি মানা হচ্ছে না। জানানো হয়েছে, সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধি নিয়ে চিকিৎসকরা বৈঠকে যোগ দিতে পারেন। এই আবহে আন্দোলনকারীরা এবার কী করবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে গণবৈঠকে বসবেন চিকিৎসকরা। (আরও পড়ুন: 'রাত দখলে কমছে লোক', ꩵবিস্ফোরক সুকান্ত, ডাক্তারদের শুভেন্দু বল🅷লেন, 'এভাবে হবে না')
আরও পড়ুন: আরজি ক✱র প্রতিবাদের মাঝে CJI চন্দ্রচূড়ের নামে দেওয়াল ল🌊িখন স্বাস্থ্য ভবনের কাছে!
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে এবার তৃণমূল বিধায়কের ꧋বাড়িতে সিবিআই, চলছে জেরা-তল্লাশি
উল্লেখ্য, গতকাল নবান্ন থেকে মুখ্যসচিবের তরফ থেকে চিঠি গিয়েছিল জুনিয়র ডাক্তারদের কাছে। সেখানে বৈঠকের জন্যে আহ্বান জাানো হয়েছিল তাঁরে। তবে চিকিৎসকরা তার জবাবে ৪টি শর্ত চাপান বৈঠে বসার জন্যে। চিকিৎসকদের দাবি ছিল - নবান্নের বৈঠকে অন্তত ৩০ জন প্রতিনিধিকে যেতে দিতে হবে; গোটা বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে; আরজি কর আবহে যে পাঁচ দফা দাবি তোলা হয়েছে, তা নিয়েই আলোচনা করতে হবে; গোটা বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। (আরও পড়ুন: নির্যাতিতার চোয়ালে কামড় কি সঞ্জয়েরই? সিভিকের 'টিথ ইম্প্রে𝐆শন' সংগ্রহ CBI-𒁏এর)
আরও পড়ুন: সন্দীপের তালাবন্ধ পৈত্রিক বাড়িতেꦬ ꦰED, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাবা-মা কোথায়
এদিকে গতকালও বৈঠক না হওয়ায় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একের পর এক নিশানা করেছেন জুনিয়র ডাক্তারদের। এই আন্দোলনের পেছনে রাজনীতির খেলা আছে বল♎ে অভিযোগ তুলেছেন খোদ চন্দ্রিমা ভট্টাচার্য। তবে সেই অভিযোগের জবাব দেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের পক্ষে কিঞ্জল নন্দ জানিয়েছেন, এই আন্দোলনে রাজনীতির কোনও রঙ নেই। অন্যান্য জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। তিনি বলেন, ꦕ'এত হাজার হাজার মানুষ রাস্তায় নামছেন। রোদে পুড়ে, জলে ভিজে এত মানুষ রাস্তায় নামছেন। আমরা চাইছি মুখ্য়মন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা। আমরা চাইছি মিডিয়ার সামনে সদর্থক আলোচনা। নবান্নের আলোচনায় আমাদের কোনও আপত্তি নেই। জানালেন জুনিয়র ডাক্তাররা।'
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীই এড়িয়ে যাচ্ছেন বৈঠক…', সরকারকে পালটা✃ হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের
বর্তমানে চিকিৎসকদের দাবিগুলির মধ্যে অন্য়তম কয়েকটি হল - ডিএমই, ডিএইচএস ও স্বাস্থ্যসচিবকে অপসারণ করতে হবে। কারণ সেমিনার রুমের পাশের রুম ভাঙার ক্ষেত্রে তাঁদেরই সই ছিল। আমরা মনে করি গোটা স্বাস্থ্য পরিকাঠামোতে দুর্নীতিতে তাঁরাও জড়িত; বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে। তিনি কলকাতার পুলিশ কমিশনার। ꦯডিসি নর্থ ও ডিসি নর্থের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ নিতে হবে; সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় থ্রেট কালচারের অবসান ঘটাতে হবে। মেডিক্যাল পড়ুয়া, জুনিয়র ডাক্তার ও ডাক্তারদের গণতান্ত্রিক উপস্থিতি নিশ্চিত করতে হবে।