রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ২৬ টি ধোয়ার গাড়ি (ওয়াটার স্প্রিঙ্কলার) উদ্বোধন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বায়ু দূষণের অন্যতম কারণ পথের ধুলো। যা নিয়ে কিছুদিন𝓀 আগেই নবান্নে এক বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধুলো নিয়ন্ত্রণের হাতিয়ার হব📖ে এই ওয়াটার স্প্রিঙ্কলারগুলি।
পর্ষদ সূত্র জানা গিয়েছে স্প্রিঙ্কলারগুলি কলকাতা পুরসভাকে ব্যবহার করতে দেওয়া হবে। এর মাধ্যমে জল স্প্রে করে বাতাসে ভাসমান ধূলিকণা ও অন্যান্য ক্ষতিকারক কণাকে মাটিতে নামিয়ে আনা🐼 সম্ভব হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, 🌼টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত প্রতিদিন দিনে দু'বার করে জল স্প্রে করার কাজ চলবে এই স্প্রিঙ্কলারগুলি। এর ফলে বায়ুদূষণের মাত্রা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শনিবার এই ওয়াটার স্প্রিঙ্কলারগুলির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়🐈র পারিষদ দেবাশিষ কুমার, মেয়র পারিষদ বৈশান্বর চট্টোপাধ্যায় ও কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার♛।
ওয়াটার স্প্রিঙ্কলারগুলি উদ্♏বোধনের পর মেয়র বলেন,'নির্মিয়মাণ বাড়িগুলির থেকে ধূলিকণা বা𝓀তাসে মিশছে। তা বন্ধ করার কাজ চলাকালীন বাড়িগুলির বাইরে ঢেকে রাখার কথা বলা হয়েছে।' তিনি আরও বলেন, 'এর সঙ্গে জীবাশ্ব জ্বালানি পোড়ানো কমিয়ে আনাও আমাদের লক্ষ্য। সে কারণে ১২০০ ইলেকট্রিক বাস আনা হচ্ছে।'